সংবাদ শিরোনাম
রামুতে মারধর ও ভয়ভীতি প্রদর্শনে টাকা ছিনতাই যুবক গ্রেফতার
০২ ডিসেম্বর, ২০২৩, 12:40 AM

NL24 News
০২ ডিসেম্বর, ২০২৩, 12:40 AM

রামুতে মারধর ও ভয়ভীতি প্রদর্শনে টাকা ছিনতাই যুবক গ্রেফতার
তাহজীবুল আনাম:
কক্সবাজারের রামুর কচ্ছপিয়া ইউনিয়নে নুরুল ইসলাম নামের এক ব্যক্তির নগদ দেড় লাখ টাকা সন্ত্রাসী কায়দায় মারধর ও ছিনতায়ের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় অভিযুক্ত মাইন সিকদার (৩৮)নামের এক যুবককে ৩৯,২৭০ টাকা ও একটি চাকুসহ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত যুবক হলেন,রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ইসলাম সিকদারের ছেলে মাইন সিকদার (৩৮)। শুক্রবার (১ ডিসেম্বর)সকালে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি'র ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম বলেন, গত ৩০ নভেম্বর মধ্যরাতে জাতীয় সোবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে নুরুল ইসলাম নামের এক ব্যক্তি সহায়তা চান। তিনি অভিযোগ করে বলেন, তার নগদ দেড় লাখ টাকা মাইন সিকদার নামের এক যুবক মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে ছিনিয়ে নেয়। বিষয়টি জানার পর তাৎক্ষণিক মাঠে কাজ শুরু করি। এবং সারারাত অভিযান পরিচালনার পর সকালে তাকে গ্রেফতার করতে সক্ষম হই । তার কাছ থেকে ছিনতাইকৃত ৩৯২৭০ টাকা ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
আইসি সাইফুল আলম আরও জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পর্কিত