
NL24 News
২৮ ফেব্রুয়ারি, ২০২৩, 5:46 PM

রাতাবোরো চাউলের সাদা ভাত আর মাছ দিয়ে আপ্যায়ন করা হলো প্রধানমন্ত্রীকে
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে কিশোরগঞ্জের মিঠামইনে তার বাড়িতে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীরা। এরপর তিনি সেখানে জোহরের নামাজ আদায় করেন এবং মধ্যাহ্নভোজে অংশ নেন। সেখানকার হাওরের বিভিন্ন প্রকার মাছ দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করা হয়। জানা যায়, খাবারের মেনুতে ছিল স্থানীয় জাতের ঐতিহ্যবাহী রাতাবোরো চাউলের সাদা ভাত। এর সাথে ছিল রুই মাছ, কাতলা মাছ, চিতল মাছ এবং আইড় মাছের দোপেঁয়াজা। এ ছাড়া আরো ছিল পাবদা মাছ, গোলসা টেংরা মাছ, কালিবাউশ মাছ, শোল মাছ ভুনা, বাইম মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, বোয়াল মাছ ভুনা, গ্রাস কার্প মাছ ভুনা, বাছা মাছ ভুনা, রিটা মাছ মাখা মাখা ঝোল, পাঙ্গাস মাছ মাখা মাখা ঝোল এবং মশুর ডাল, সালাদ ও রসমালাই।
এর আগে, সফরের শুরুতে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। প্রায় দুই যুগ পর কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সফরে গেলেন তিনি। মধ্যাহ্নভোজ শেষে প্রধানমন্ত্রী বিকাল ৩টায় মিঠামইন সদরের হেলিপ্যাডে সুধী সমাবেশে বক্তৃতা দেন।