রমজানের প্রথম দিনেই মালয়েশিয়ায় উপচেপড়া ভিড়
০৩ এপ্রিল, ২০২২, 11:02 PM

NL24 News
০৩ এপ্রিল, ২০২২, 11:02 PM

রমজানের প্রথম দিনেই মালয়েশিয়ায় উপচেপড়া ভিড়
অনলাইন ডেস্ক : মহামারি করোনায় ব্যবসায়ীদের রমজানের বাজার আলাদা করে রেখেছিল। সরকারের ঘোষণায় মালয়েশিয়ায় রমজান বাজারের কার্যক্রম যথারীতি চলছে।
একটি সমীক্ষায় দেখা গেছে, বাজার চালু হওয়ায় ধর্মপ্রাণ মুসলমানরা তাদের ইফতার সামগ্রী কিনতে মিস করেননি।
কাম্পুং বারু ব্যবসায়ী আরিয়ান রামলি বলেন, আলহামদুলিল্লাহ, আমরা যথারীতি ব্যবসা করতে পারি, দুই বছরের বেশি সময় ধরে কোনো বাজার ছিল না, এই বছর আবার ব্যবসা করতে পেরে আমরা ভাগ্যবান।
কুয়ালালামপুর হাসপাতালের একজন কর্মী আব্দুল হাফিজ আবদুল্লানি বলেন, এটি একটি আকাঙ্ক্ষার অনুভূতি, কারণ আমি অনেক দিন ধরে এখনকার মতো পরিবেশ অনুভব করিনি, এটি একটি ভিন্ন অনুভূতি।
এর আগে, ফেডারেল টেরিটরির মন্ত্রী দাতুক সেরি শাহিদান কাসিম জানিয়েছিলেন, রমজান মাসে ৫,০০০ স্টলসহ মোট ৭২টি রমজান বাজারের অবস্থান রাজধানীজুড়ে কাজ করবে।
কুয়ালালামপুরে ১০টি সেরা রমজান বাজার- টিটিডিআই, কাম্পং বারু, বাংসার, স্টেডিয়াম শাহ আলম, বুকিত বিনতাং, কেলানা জায়া, মেলাওয়াতী, মসজিদ ইন্ডিয়া, বান্দর তুন রাজাক, এসএস ১৩। বেশিরভাগ বাজারে বিকাল ৪টা ৩০ মিনিটের মধ্যে দোকানে ইফতার সামগ্রী নিয়ে বসেন ব্যবসায়ীরা। গরম-গরম সর্বোত্তম খাবার তৈরিতে ব্যস্ত থাকেন ব্যবসায়ীরা।
মালয়েশিয়ায় মসজিদ থেকে রোজাদারদের ‘বুবুর ল্যাম্বাক’ নামক একটি খাবার বিনামূল্যে দেওয়া হয়। চাল, মাংস, নারিকেল, দুধ, ঘি ইত্যাদি দিয়ে বুবুর ল্যাম্ব্যাক তৈরি করা হয়। প্রায় পাঁচ দশক আগে কুয়ালালামপুর কেন্দ্রীয় মসজিদ থেকে এ খাবারটি বিতরণের প্রচলন শুরু হয়।