ঢাকা ১০ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে ৭০ পাউন্ডে বিক্রি হচ্ছে ডেলিভারি অ্যাকাউন্ট, ঝুঁকিতে নিরাপত্তা সিরিয়ান আশ্রয়প্রার্থীদের আবেদন স্থগিত করলো যুক্তরাজ্য কুয়েতের ব্যাংক থেকে ঋণ নিয়ে উধাও দেড় হাজার ভারতীয় মংডুর দখল নিলো আরকান আর্মি, নাফ নদীতে সতর্কতা জারি গোলানের পর এবার হারমন নিয়ন্ত্রণে নিল ইসরায়েল সিরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আসাদের পতনের পর সিরিয়ায় আইএসের ওপর মার্কিন বিমান হামলা আবারও রিমান্ডে পলক লন্ডনে শেখ হাসিনার সমাবেশে প্রকাশ্যে সাবেক মন্ত্রী-সাংসদরা উপসাগরীয় অঞ্চলে সফর করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যে দেশে রোজা না রাখলেই গ্রেপ্তার

#

১৪ মার্চ, ২০২৪,  3:09 PM

news image

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ পবিত্র এ মাসে রোজা পালন করেন। এমন অবস্থায় সম্ভবত একটি দেশই আছে, সেখানে রোজা না রাখলেই মুসলমানদের গ্রেপ্তার করা হয়। দেশটির নাম নাইজেরিয়া। 

মূলত আফ্রিকার এই দেশটির একটি প্রদেশে রোজার মাসে দিনের বেলা খাবার খেতে দেখার পর তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়া ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও এখানকার ১২ প্রদেশে শরিয়া আইন চালু করা হয়। এই ১২ প্রদেশে মোট জনসংখ্যার মধ্যে মুসলিম সম্প্রদায়ের লোকই সংখ্যাগরিষ্ঠ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এসব প্রদেশের মধ্যে একটি হলো কানো। আর এখানকার ইসলামিক পুলিশ ‘হিসবাহ’ নামে পরিচিত এবং প্রতি বছর রমজান মাসে তারা খাবারের দোকান এবং বাজারে তল্লাশি চালিয়ে থাকে।

গত মঙ্গলবার গ্রেপ্তারকৃত ১১ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং একজন নারী। গ্রেপ্তারের পর তারা আর ইচ্ছাকৃতভাবে রোজা মিস করবে না বলে শপথ করার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

হিসবাহের মুখপাত্র লওয়াল ফাগে বিবিসিকে বলেছেন, আমরা মঙ্গলবার ১১ জনকে পেয়েছিলাম যার মধ্যে একজন নারীও ছিলেন, যিনি চিনাবাদাম বিক্রি করছিলেন এবং তাকে তার জিনিসপত্র থেকে খেতে দেখা গেছে এবং পরে কিছু লোক আমাদের এই বিষয়টি জানায়।

তিনি বলেন, অনুসন্ধান ও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। তবে অমুসলিমরা এই অভিযানের আওতার বাইরে।

লওয়াল ফাগে বলছেন, আমরা অমুসলিমদের গ্রেপ্তার করি না। কারণ এটি (রোজা) তাদের পালন করার বিষয় নয়। শুধু একটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেই আমরা অভিযুক্তদের গ্রেপ্তার করি। আর তা হচ্ছে, যাদের রোজা রাখার কথা, সেসব মুসলমানের কাছে বিক্রি করার জন্য যারা খাবার রান্না করে।

যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের সম্পর্কে ইসলামিক পুলিশের এই মুখপাত্র বলেন, তারা এখন থেকে রোজা রাখা শুরুর প্রতিশ্রুতি দিয়ে মুক্তি পেয়েছে এবং ‘তাদের মধ্যে কারও কারও পরিবার যেন তাদের পর্যবেক্ষণ করে, সে জন্য আমাদের তাদের আত্মীয় বা অভিভাবকদেরও ডাকতে হয়েছিল।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল