ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

যে কারণে ওপেনএআইয়ের সঙ্গে ৫ বছরের চুক্তি করল অক্সফোর্ড

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ মার্চ, ২০২৫,  3:30 PM

news image
ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের সঙ্গে পাঁচ বছরের অংশীদারত্ব চুক্তি ঘোষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই অংশীদারত্বের মাধ্যমে অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকেরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের সুবিধা পাবেন, যা ‘শিক্ষা, পাঠদান ও গবেষণা’ আরও উন্নত করতে সাহায্য করবে।

এ ছাড়া, এই উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বডলিয়ান লাইব্রেরির কিছু পাবলিক সংগ্রহও ডিজিটাইজড হবে। ওপেনএআইয়ের প্রধান পরিচালন কর্মকর্তা ব্র্যাড লাইটক্যাপ বলেছেন, ‘একটি সমৃদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে একাডেমিক সম্প্রদায়ের সঙ্গে আমাদের সংগতি বজায় রাখা অপরিহার্য।’

এই অংশীদারত্বের মাধ্যমে অক্সফোর্ডের গবেষকেরা ওপেনএআইয়ের সর্বশেষ মডেলগুলো, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ডিজাইন করা চ্যাটজিপিটির একটি সংস্করণ ব্যবহার করতে পারবেন। ওপেনেআইয়ের সঙ্গে কাজ করা প্রকল্পগুলোর জন্য গবেষণা তহবিলও দেবে কোম্পানিটি।

বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে বলা হয়, এই অংশীদারত্ব তাদের গবেষণামূলক কাজকে ‘ত্বরান্বিত’ করবে। বিশেষত স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত গবেষণার ক্ষেত্রে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাবিষয়ক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক প্যাট্রিক গ্রান্ট বলেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বৈজ্ঞানিক আবিষ্কারের গতি ত্বরান্বিত কর এবং গবেষকদের আরও জটিল তথ্য সেট নিয়ে কাজ করার সুযোগ দিচ্ছে।’

তিনি আরও বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়টি কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা এবং তার প্রয়োগের ক্ষেত্রে অগ্রণী হতে চায়, যা শুধু গবেষক ও সমাজকে এই প্রযুক্তিগুলোর সঙ্গে মানিয়ে নিতে নয়, বরং সেগুলোর পূর্ণ সম্ভাবনা বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করতে সাহায্য করবে।’

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বডলিয়ান লাইব্রেরির এমন কিছু সংগ্রহ রয়েছে, যা অনলাইনে পাওয়া যায় না। এই নতুন প্রকল্পের আওতায় এবার বিশ্বের যেকোনো স্থান থেকে পড়া যাবে এসব সংগ্রহ।

লাইব্রেরিয়ান রিচার্ড ওভেনডেন বলেছেন, ‘বডলিয়ান লাইব্রেরির মিশন হলো জ্ঞান অর্জন, সংরক্ষণ এবং তা আমাদের শিক্ষার্থী, গবেষক ও বৃহত্তর জনগণের জন্য উপলব্ধ করা।’ তিনি আরও যোগ করেন, ‘শতাব্দী ধরে আমরা এই মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন উপায় অনুসন্ধান করেছি এবং সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তির ব্যবহারে উদ্ভাবনী ভূমিকা পালন করেছি।’

এই নতুন অংশীদারত্ব অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘নেক্সটজেনএআই’ প্রকল্পে অংশগ্রহণের ফলে সৃষ্টি হয়েছে। এই প্রকল্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি সহযোগিতা, যা ওপেনএআইয়ের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে।

ওপেনএআইয়ের প্রধান পরিচালন কর্মকর্তা ব্র্যাড লাইটক্যাপ বলেছেন, ‘নেক্সটজেনএআই’ উদ্যোগটি গবেষণার অগ্রগতি ত্বরান্বিত করবে এবং একটি নতুন প্রজন্মের প্রতিষ্ঠান তৈরি করবে, যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক ক্ষমতা ব্যবহারে দক্ষ হবে।’

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী