যুদ্ধবিমানকে গুলি করে পাইলটদের বন্দির দাবি ইউক্রেনের
০৬ মার্চ, ২০২২, 2:57 PM

NL24 News
০৬ মার্চ, ২০২২, 2:57 PM

যুদ্ধবিমানকে গুলি করে পাইলটদের বন্দির দাবি ইউক্রেনের
অনলাইন ডেস্ক : শনিবার দুটি রুশ যুদ্ধবিমানকে গুলি করে নামিয়ে দুই পাইলটকে বন্দি করা হয়েছে। এ সময় যুদ্ধবিমান নামাতে গিয়ে মৃত্যু হয়েছে এক সহকারী পাইলটের। নেটমাধ্যমে সেই ভিডিও প্রকাশ করেছে ইউক্রেন।
দুটি ঘটনাই শনিবারে ঘটেছে বলে দাবি ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। ইউক্রেন সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি টুইটার হ্যান্ডল থেকে একটি রুশ যুদ্ধবিমানকে গুলি করে নামানোর ভিডিও শেয়ার করা হয়েছে।
এতে দাবি করা হয়েছে, ভিডিওটি উত্তর ইউক্রেনের চেরনিহিভের। সেই যুদ্ধবিমানের পাইলটকে বন্দি করা হয়েছে। পাশাপাশি মৃত সহকারী পাইলটের নামও জানিয়েছে ইউক্রেন।
ইউক্রেনের স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, তাদের সেনাদের গুলিতে নিকোলেইভে আরও একটি রুশ যুদ্ধবিমান ভেঙে পড়েছে। এটি পাইলটকেও বন্দি করেছে তারা।
প্রসঙ্গত রোববার ১১ দিনে পড়ল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের দাবি, যুদ্ধ শুরুর পর অন্তত ১০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। তা ছাড়া ২৬৯টি ট্যাংক, ৪০টি হেলিকপ্টার, ৫০টি এমএলআরএসসহ রাশিয়ার বহু অস্ত্র ও সরঞ্জাম তারা গুঁড়িয়ে দিয়েছেন।