ঢাকা ২৩ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন এখনও আগের মতো অবস্থা, এটা আবু সাঈদ-রুদ্র-মুগ্ধদের রক্তের সঙ্গে বেইমানি যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে মামলা, বাংলাদেশে প্রভাব কী? নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন ব্যবসায়ীরা কেন ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে বিনিয়োগ করেন সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া, যা বললেন ড. ইউনূস ইতিহাসে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো রংপুর পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী

যুক্তরাষ্ট্রের ‘সেকেন্ড লেডি’ হচ্ছেন ভারতীয় উষা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ নভেম্বর, ২০২৪,  12:12 PM

news image
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রশাসনে ‘সেকেন্ড লেডি’ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত উষা ভ্যান্স। ডোনাল্ড ট্রাম্পের জয়ে রিপাবলিকান শিবিরে যেমন উচ্ছ্বাস, তেমনই খুশি দেখা যাচ্ছে ভারতীয় অন্ধ্র প্রদেশের ছোট্ট গ্রাম ভাদলুরুতেও। কারণ, হবু ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্সের পূর্বপুরুষের নিবাস এই গ্রামেই।

৩৮ বছর বয়সী উষা ভ্যান্সের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানদিয়েগোতে। তার মা-বাবা ভারত থেকে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসেন। উষা একসময় নিবন্ধিত ডেমোক্র্যাট ভোটার ছিলেন। তবে ট্রাম্পের এই জয়ে তার রাজনৈতিক পরিচয় ও ভারতীয় শিকড় নিয়ে আবারো আলোচনা শুরু হয়েছে। তার পূর্বপুরুষদের গ্রাম ভাদলুরুতে ট্রাম্পের জয়ে মন্দিরে প্রার্থনা করেছেন স্থানীয়রা। মন্দিরের পুরোহিত আপাজি বলেছেন, “আমরা আশাবাদী যে উষা তার শিকড়ের প্রতি সম্মান জানিয়ে গ্রামের মঙ্গলার্থে কিছু করবেন।”

গ্রামের বাসিন্দা শ্রীনিবাসা রাজু বলেন, "ট্রাম্পকে সমর্থন করি। আমরা আশা করি উষা গ্রামের উন্নতির জন্যও কিছু করবেন। ৭০ বছর বয়সী আরেক বাসিন্দা ভেনকাটা রামানার মন্তব্য, “প্রত্যেক ভারতীয়ই উষার জন্য গর্বিত। তার মাধ্যমে আমেরিকার সাথে ভারতের সুসম্পর্ক আরো মজবুত হবে।”

উষার প্রপিতামহ ভালদুরু গ্রাম থেকে একসময় চেন্নাই শহরে যান। পরবর্তীতৈ উষার বাবা রাধাকৃষ্ণান উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যদিও উষা কখনো তার গ্রামে যাননি। তবে তার বাবা বছর তিনেক আগে গ্রামের মন্দির পরিদর্শন করেছিলেন।

ইয়েল ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উষা একজন ধর্মপ্রাণ হিন্দু। ২০১৪ সালে তিনি কেন্টুকিতে জে ডি ভ্যান্সকে বিয়ে করেন। তাদের তিনটি সন্তান রয়েছে।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল