ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

যুক্তরাজ্যে শিশুদের খেলার মাঠে ১৭৫টি যুদ্ধবোমা উদ্ধার

#

নিজস্ব সংবাদদাতা

১২ ফেব্রুয়ারি, ২০২৫,  6:22 PM

news image
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের উত্তরাঞ্চলীয় নর্থাম্বারল্যান্ড জেলার উলার শহরে স্কটস পার্কের সংলগ্ন একটি খেলার মাঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ১৭৫টি সক্রিয় যুদ্ধবোমা উদ্ধার হয়েছে। 

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গত জানুয়ারিতে পার্ক সম্প্রসারণের কাজ চলাকালে মাটির নিচে এগুলো আবিষ্কৃত হয়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বোমাগুলোর ফিউজ ও ডেটোনেটর এখনো অক্ষত থাকায় যেকোনো মুহূর্তে বিস্ফোরণে ব্যাপক ধ্বংসযজ্ঞ হতে পারে।  

উলার প্যারিশ কাউন্সিলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সরকারি তহবিল পেয়ে পার্কের সম্প্রসারণ শুরু হয়। জানুয়ারির শেষে খননকাজ শুরুর পরই কর্মীরা বোমাগুলো খুঁজে পায়। এরপর ফেব্রুয়ারিতে ব্যাপক খনন চালিয়ে আরও বোমা উদ্ধার করা হয়।

কাউন্সিল এক বিবৃতিতে জানায়, প্রতিটি বোমার অভ্যন্তরীণ যন্ত্রাংশ সক্রিয় রয়েছে। কয়েকটি বিস্ফোরিত হলেই ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটবে। আশঙ্কা করা হচ্ছে, মাঠে আরও বোমা থাকতে পারে। 

উলার শহরে ‘স্কটস পার্ক’ নামে শিশুদের একটি পার্ক রয়েছে। যে জমিতে বোমার সন্ধান পাওয়া গেছে, সেটি স্কটস পার্কের সংলগ্ন। পার্ক আরও বড় করার জন্য সরকারের কাছ থেকে সেই জমিটি বরাদ্দ নেয় প্যারিশ কাউন্সিল। গত ডিসেম্বরে এ প্রকল্পের জন্য অর্থও বরাদ্দ করে ব্রিটেনের সরকার।

সেই অনুযায়ী গত জানুয়ারির শেষ দিকে পার্ক সম্প্রসারণের কাজ শুরুর অংশ হিসেবে জমিটি খোঁড়া শুরু হয়। অল্প কিছুক্ষণ খননকাজ চালানোর পরই সেখানে বোমার সন্ধান পাওয়া যায়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী