ঢাকা ২১ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
পটিয়ায় ব্যবসায়ীকে বেধরক পিটিয়ে টাকা ছিনতাই ভারত থেকে ৬৫ ট্রিলিয়ন ডলারের সম্পদ নিয়ে গেছে ব্রিটেন মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ভর্তি স্থগিত পটিয়ায় শিশু বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার নানা নাটকীয়তার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর মারা গেছেন জাতীয় কবির নাতি বাবুল কাজী আগামীকাল শপথ নেবেন ট্রাম্প, প্রথম দিন কী করবেন বাংলাদেশে এসে গাছ কাটার জন্য বিএসএফের দুঃখ প্রকাশ শরণার্থীদের দাবি মেনে ম্যানস্টনে তদন্তের ঘোষণা যুক্তরাজ্যের হোম অফিস টিউলিপের পদত্যাগ নিয়ে ইলন মাস্কের পোস্ট

যুক্তরাজ্যে বাড়ির দাম বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২৫,  10:22 PM

news image
ছবি: সংগৃহীত

২০২৪ সালে যুক্তরাজ্যে বাড়ির দাম গড়ে ৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে। বছরের শেষে বাড়ির গড় মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬৯ হাজার ৪২৬ পাউন্ড। যা বছরের শুরুতে তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি। তবে এই গড় মূল্য ২০২২ সালের গ্রীষ্মে ওঠা সর্বোচ্চ মূল্যের চেয়ে এখনও কম।  

ন্যাশন ওয়াইডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রেতাদের জন্য আর্থিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ২০২৪ সালে যুক্তরাজ্যের আবাসন বাজার স্থিতিশীল ছিল। টেরেসড বাড়িগুলোর মূল্য সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। উত্তর আয়ারল্যান্ডেও বাড়ির মূল্যবৃদ্ধির হার ছিল সবচেয়ে বেশি। দক্ষিণ ইংল্যান্ডের তুলনায় উত্তর ইংল্যান্ডে মূল্যবৃদ্ধির হার ছিল কিছুটা বেশি।  

ন্যাশন ওয়াইডের প্রধান অর্থনীতিবিদ রবার্ট গার্ডনার জানান, বাড়ির দাম গড় আয়ের তুলনায় অনেক বেশি হওয়ায় নতুন ক্রেতাদের জন্য ডিপোজিট সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। এছাড়া রেকর্ড হারে বাড়ি ভাড়ার বৃদ্ধিও সমস্যাকে জটিল করেছে। ২০২৫ সালে সুদের হার এবং স্ট্যাম্প ডিউটি পরিবর্তনের কারণে বাড়ি কেনাবেচায় আরও চ্যালেঞ্জ দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী এপ্রিলে স্ট্যাম্প ডিউটি পরিবর্তনের আগে বাড়ি কেনাবেচার হার সাময়িকভাবে বাড়তে পারে।  

ইউকে ফিন্যান্স পূর্বাভাস দিয়েছে যে, ২০২৫ সালে বাড়ি কেনার জন্য মর্টগেজ ঋণ ১০ শতাংশ বৃদ্ধি পেতে পারে। তবে ব্যাংক অব ইংল্যান্ডের মতে, ২০২৭ সালের মধ্যে প্রায় ৪৪ লাখ মর্টগেজধারীর মাসিক কিস্তি বৃদ্ধি পেতে পারে।  

হারগ্রিভস ল্যান্সডাউনের ব্যক্তিগত অর্থায়ন বিভাগের প্রধান সারাহ কোলস বলেন, উচ্চ বন্ধকি সুদের হার এবং বাড়ির উচ্চ মূল্যের কারণে অনেক ক্রেতা আর্থিক চাপে রয়েছেন। তবে মূল্যস্ফীতি হ্রাস, মজুরি বৃদ্ধি এবং বেকারত্বের নিম্ন হার ক্রেতাদের কিছুটা আত্মবিশ্বাস জুগিয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী