ঢাকা ০১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বাকলিয়ায় গ্রেফতার পটিয়ার ছাত্রলীগ নেতা সাজ্জাদ পটিয়ায় চুরির ঘটনায় গ্রেফতার ৩, স্বর্ণালঙ্কার-মোবাইল উদ্ধার মঙ্গলবার থেকে ঢাকা-ময়মনসিংহে সব থানায় অনলাইন জিডি শুরু আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ উত্তরা, ধানমণ্ডি, পল্টনে পরীক্ষামূলক ই-রিকশা চালু আগস্টে এনবিআর কর্মকর্তাদের শাটডাউনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ৬ দফা দাবি: বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫

যুক্তরাজ্যে বাড়তে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি

#

নিজস্ব সংবাদদাতা

০৫ নভেম্বর, ২০২৪,  12:39 PM

news image
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বৃদ্ধি নিয়ে দীর্ঘদিনের আলোচনা অবশেষে বাস্তবে রূপ নিতে চলেছে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডের ব্রিটিশ ছাত্রছাত্রীদের জন্য বর্তমান টিউশন ফি ৯,২৫০ পাউন্ড থেকে বাড়িয়ে প্রায় ৯,৫০০ পাউন্ড করা হতে পারে বলে জানিয়েছে সরকারের শিক্ষা বিভাগ। 

২০১৭ সাল থেকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ব্রিটিশ ছাত্রছাত্রীদের জন্য টিউশন ফি ৯,২৫০ পাউন্ড নির্ধারিত ছিল। তবে সাম্প্রতিক সময়ে উচ্চ মূল্যস্ফীতির কারণে সরকার বাধ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলির ব্যয়ভার বজায় রাখতে টিউশন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দীর্ঘ আট বছরের স্থিতিশীলতার পর প্রথমবারের মতো এই ফি বাড়তে যাচ্ছে।

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র জানান, মূল্যস্ফীতি এবং শিক্ষার মান বজায় রাখার জন্য এ পদক্ষেপ প্রয়োজনীয় হয়ে পড়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি আগে থেকেই নির্দিষ্ট সীমার বাইরে থাকায় তাদের ক্ষেত্রে টিউশন ফি বাড়ানোর সিদ্ধান্ত ভিন্নভাবে কার্যকর করা হয়। তবে ব্রিটিশ ছাত্রছাত্রীদের জন্য এই সীমাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয়গুলির বাজেটের উপর চাপ তৈরি হয়েছে। এটি কাটিয়ে উঠতে ফি বৃদ্ধি অপরিহার্য হয়ে পড়েছে।

তবে এই সিদ্ধান্ত নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, উচ্চ শিক্ষার খরচ বাড়ায় আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের জন্য এটি বড় ধাক্কা হবে। অন্যদিকে, কেউ কেউ মনে করেন যে টিউশন ফি বাড়ানোর সিদ্ধান্ত যুক্তিসঙ্গত।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী