ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী? ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আনাস অভিবাসন নিয়ন্ত্রণে কোন পথে হাঁটছে যুক্তরাজ্য হাসিনা ও তার সহযোগীদের বিচারের জন্য আইসিটিবিডি কেন একটি ভুল ফোরাম

যুক্তরাজ্যে বাড়তে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি

#

নিজস্ব সংবাদদাতা

০৫ নভেম্বর, ২০২৪,  12:39 PM

news image
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বৃদ্ধি নিয়ে দীর্ঘদিনের আলোচনা অবশেষে বাস্তবে রূপ নিতে চলেছে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডের ব্রিটিশ ছাত্রছাত্রীদের জন্য বর্তমান টিউশন ফি ৯,২৫০ পাউন্ড থেকে বাড়িয়ে প্রায় ৯,৫০০ পাউন্ড করা হতে পারে বলে জানিয়েছে সরকারের শিক্ষা বিভাগ। 

২০১৭ সাল থেকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ব্রিটিশ ছাত্রছাত্রীদের জন্য টিউশন ফি ৯,২৫০ পাউন্ড নির্ধারিত ছিল। তবে সাম্প্রতিক সময়ে উচ্চ মূল্যস্ফীতির কারণে সরকার বাধ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলির ব্যয়ভার বজায় রাখতে টিউশন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দীর্ঘ আট বছরের স্থিতিশীলতার পর প্রথমবারের মতো এই ফি বাড়তে যাচ্ছে।

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র জানান, মূল্যস্ফীতি এবং শিক্ষার মান বজায় রাখার জন্য এ পদক্ষেপ প্রয়োজনীয় হয়ে পড়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি আগে থেকেই নির্দিষ্ট সীমার বাইরে থাকায় তাদের ক্ষেত্রে টিউশন ফি বাড়ানোর সিদ্ধান্ত ভিন্নভাবে কার্যকর করা হয়। তবে ব্রিটিশ ছাত্রছাত্রীদের জন্য এই সীমাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয়গুলির বাজেটের উপর চাপ তৈরি হয়েছে। এটি কাটিয়ে উঠতে ফি বৃদ্ধি অপরিহার্য হয়ে পড়েছে।

তবে এই সিদ্ধান্ত নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, উচ্চ শিক্ষার খরচ বাড়ায় আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের জন্য এটি বড় ধাক্কা হবে। অন্যদিকে, কেউ কেউ মনে করেন যে টিউশন ফি বাড়ানোর সিদ্ধান্ত যুক্তিসঙ্গত।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল