যুক্তরাজ্যে বড়দিনে শিশুদের মাঝে উপহার বিতরণ
২১ ডিসেম্বর, ২০২২, 4:40 PM

NL24 News
২১ ডিসেম্বর, ২০২২, 4:40 PM

যুক্তরাজ্যে বড়দিনে শিশুদের মাঝে উপহার বিতরণ
মোহাম্মদ খায়রুজ্জামান (ম্যানচেষ্টার) :: এক শিশুর হাতে উপহার তুলে দিচ্ছেন ডেপুটি লর্ড মেয়র ইয়াসমিন ডার
বড়দিন ও নববর্ষ উপলক্ষে যুক্তরাজ্যের সমাজসেবামূলক সংগঠন ওয়ার্ক ফর স্মাইল-এর পক্ষ থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে মঙ্গলবার (২০ ডিসেম্বর)।
এতে উপস্থিত থেকে স্থানীয় এমপি আফজাল খান বলেন, “ওয়ার্ক ফর স্মাইল জীবনযাত্রার ব্যয়বহুল এ সময়ে যে অবদান রাখছে তা প্রশংসনীয়।”
তিনি সমাজের উন্নয়নে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করারও আহ্বান জানান এ সময়।
ওয়ার্ক ফর স্মাইল-এর প্রতিষ্ঠাতা মো. খায়রুজ্জামান বলেন, “সামাজিক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের কাজ। আজকের এই উপহার বিতরণের মাধ্যমে আমরা যদি শিশুদেরকে খুশি করতে পারি সেখানেই আমাদের সার্থকতা।”
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি লর্ড মেয়র ইয়াসমিন ডার, ডেপুটি কাউন্সিল লিডার লুৎফুর রহমান, এনএইচএস প্রতিনিধি কার্লোস ও মল, ওয়ার্ক ফর স্মাইল-এর কার্যকরী পরিষদের সদস্য মনির হোসেন রিপন, মোহাম্মদ করিম, প্যাট্রিক রিচার্ড, বারাতুন নিসা, কলিন ডাইস, কামাল খান সহ প্রমুখ।