যুক্তরাজ্যে পরিত্যক্ত নার্সিং হোম এবং ছাত্রাবাসে আশ্রয়প্রার্থীদের রাখার উদ্যোগ
আন্তর্জাতিক ডেস্ক
১২ ডিসেম্বর, ২০২৪, 7:26 PM

আন্তর্জাতিক ডেস্ক
১২ ডিসেম্বর, ২০২৪, 7:26 PM

যুক্তরাজ্যে পরিত্যক্ত নার্সিং হোম এবং ছাত্রাবাসে আশ্রয়প্রার্থীদের রাখার উদ্যোগ
পরিত্যক্ত নার্সিং হোম এবং ছাত্রাবাসে আশ্রয়প্রার্থীদের থাকার ব্যবস্থা নিয়ে এগোচ্ছে যুক্তরাজ্যের হোম অফিস। প্রতিদিনের ব্যয়বহুল হোটেল খরচ কমাতে এবং ৮০০ নতুন আবাসন স্থান তৈরির লক্ষ্যে গৃহীত এই উদ্যোগ বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বর্তমানে ৩৫ হাজার আশ্রয়প্রার্থী হোটেলে বসবাস করছেন। গত বছর এই সংখ্যা ছিল ৫০ হাজার। ২০২৩-২৪ সালে হোম অফিস আশ্রয় সহায়তায় মোট ৪.৭ বিলিয়ন পাউন্ড খরচ করেছে। এর মধ্যে ৩.১ বিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে হোটেল খাতে।
আগের সরকার পুরোনো সামরিক ঘাঁটি ও বিবি স্টকহোম নামক বার্জ ব্যবহার করে খরচ কমানোর চেষ্টা করেছিল। তবে জাতীয় নিরীক্ষা কার্যালয়ের প্রতিবেদনে এসব স্থাপনাকে ব্যয়বহুল ও অকার্যকর হিসেবে উল্লেখ করা হয়েছে।
নতুন পরিকল্পনায়, হোটেল বা সামরিক ঘাঁটি নয়, বরং পরিত্যক্ত নার্সিং হোম এবং ছাত্রাবাস ব্যবহার করে ৮০০ নতুন আবাসন স্থান তৈরি করা হবে। গত বছর প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইংল্যান্ডের ৪৬টি স্থানীয় কর্তৃপক্ষ এলাকায় ৯৪টি পরিত্যক্ত নার্সিং হোম রয়েছে।
আশ্রয়প্রার্থীদের জন্য এ ধরনের পরিবেশ উদ্বেগজনক বলে মনে করছেন দাতব্য সংস্থা অ্যাসাইলাম ম্যাটার্সের পরিচালক লু ক্যালভি। তিনি বলেছেন, “ট্রমাগ্রস্ত মানুষদের জন্য এ ধরনের ব্যবস্থার আগে সরকারের উচিত স্থানীয় কমিউনিটির সঙ্গে কাজ করা এবং সঠিক সহায়তা নিশ্চিত করা।”