যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
০৮ ডিসেম্বর, ২০২৪, 11:33 AM

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ডিসেম্বর, ২০২৪, 11:33 AM

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু
যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রবল ঘূর্ণিঝড়ের কারণে গাছচাপায় কাহের হোসেন শাহিন (৫৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঝড়ের সময় শাহিন তার ছেলেকে নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি বিশাল গাছ উপড়ে তাদের গাড়ির ওপর পড়ে। এতে গাড়িটি ধুমড়ে-মুচড়ে যায় এবং শাহিন ঘটনাস্থলেই মারা যান। ভাগ্যক্রমে তার ছেলে গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান।
বার্মিংহামে কর্মরত সাংবাদিক জয়নাল ইসলাম জানান, নিহত কাহের হোসেন শাহিন যুক্তরাজ্যের বালাগঞ্জ ওসমানী নগর গরীব কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ছিলেন। তার গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার সিকন্দরপুর গ্রামে। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন। স্থানীয় কমিউনিটিতে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
শাহিনের মৃত্যুতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তার বন্ধুরা ও শুভাকাঙ্ক্ষীরা জানান, শাহিন অত্যন্ত পরোপকারী মানুষ ছিলেন এবং সবার বিপদে-আপদে পাশে দাঁড়াতেন। তিনি ৬ মেয়ের জনক এবং তার একমাত্র ছেলে ওই সময় তার সঙ্গেই ছিলেন।
শাহিনের মৃত্যুর খবর শুনে তার পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন।
বার্মিংহাম শহরে গতকালকার ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়া এবং বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত কয়েক বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ ঝড়।