যুক্তরাজ্যের পাসপোর্ট পেল এক ভালুক
আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর, ২০২৪, 11:31 AM

আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর, ২০২৪, 11:31 AM

যুক্তরাজ্যের পাসপোর্ট পেল এক ভালুক
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর “প্যাডিংটন” নামে একটি ভালুককে পাসপোর্ট দিয়েছে। ভালকটির রয়েছে গাভর্তি গাঢ় বাদামি রঙের লোম ও মাথায় লাল রঙের একটি গোল টুপি। আর ভালুকটি তার প্রিয়জনের খোঁজে ঘুরতে ঘুরতে চলে এসেছে পেরু থেকে লন্ডনে।
শিশুতোষ গল্পের এই জনপ্রিয় চরিত্রটি সৃষ্টি করেছেন ইংরেজ লেখক টমাস মাইকেল বন্ড। খুব দ্রুতই মুক্তি পেতে যাচ্ছে প্যাডংটন নিয়ে নতুন সিনেমা “প্যাডিংটন ইন পেরু”।
সিনেমাটির সহ-প্রযোজক রব সিলভা বলেন, “আমি এবং আমার দল সিনেমাটিতে ব্যবহারের জন্য ভালুকটির একটি প্রতিরূপ পাসপোর্ট চেয়ে হোম অফিসের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমরা হোম অফিসকে চিঠি লিখে জিজ্ঞাসা করেছি যে আমরা একটি প্রতিলিপি পেতে পারি কিনা। পরবর্তীতে তারা আসলে একটি সরকারী পাসপোর্ট জারি করেছিল। এরকম কেবল একটিই পাসপোর্ট রয়েছে।”
পাসপোর্টটিতে প্যাডিংটনের ছবি ও পাশাপাশি তার ২৫ জুন জন্মদিন এবং পেরুতে তার জন্মস্থান সম্পর্কে উল্লেখ রয়েছে।
পেরুর আসন্ন ছবি “প্যাডিংটন ইন পেরু”-এর নির্মাতাদের অনুরোধের পর যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কাল্পনিক চরিত্র প্যাডিংটন বিয়ার এর জন্য একটি সরকারি পাসপোর্ট জারি করে।
সিলভা আরও বলেন, “আপনি ভাববেন না যে হোম অফিসের হাস্যরসের অনুভূতি থাকবে, কিন্তু সরকারী পর্যবেক্ষণের অধীনে, তারা তাকে কেবল বিয়ার হিসাবে তালিকাভুক্ত করেছে।”
প্যাডিংটন সিরিজের তৃতীয় সিনেমা “প্যাডিংটন ইন পেরু” ২০২৫ সালের ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই সিনেমায় ছোট্ট প্যাডিংটন তার আন্টি লুসির সঙ্গে দেখা করতে পেরু যাবে।