ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

যাত্রীর চেয়ে সাংবাদিক বেশি:কমরাপুর রেলওয়ে স্টেশনে

#

নিজস্ব সংবাদদাতা

০৭ এপ্রিল, ২০২৩,  5:30 PM

news image

ঈদযাত্রায় রেলের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন আজ শুক্রবার (৭ এপ্রিল)। সকাল ৮টায় শুরু হয় বিক্রি। প্রথম ৪ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় ১৭ এপ্রিলের সব অগ্রিম টিকিট। কিন্তু রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই মানুষের ভিড় কিংবা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার তাড়া। টিকিট পেতে হাহাকার নেই যাত্রীদের। স্টেশনজুড়ে বিরাজ করছে নিরবতা। এ যেন এক ভিন্ন কমলাপুর রেল স্টেশন। এ রেলস্টেশনেই টিকিট বিক্রির দুদিন আগে থেকে লাইনে দাঁড়িয়ে থাকত লাখো মানুষ। তবে এ সময়ে স্টেশনে দেখা গেছে ভিন্ন এক চিত্র। কাউন্টারের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য সাংবাদিক। স্টেশনে আসা মানুষদের সাক্ষাৎকার নেয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তারা।

এবার প্রথমবারের মতো শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে রেলের টিকিট। স্টেশনে বিক্রি হচ্ছে না কোনো টিকিট। 

গত ঈদেও একটি টিকিট কিনতে দুই-তিন দিন একটানা অপেক্ষা করেছে অনেকেই। কেউ দীর্ঘ অপেক্ষার পরেও টিকেট না পেয়ে ফিরেছে খালি হাতে। বেড়েছে আক্ষেপ-অপেক্ষা আর প্রিয়জনদের সঙ্গে মিলিত হবার উৎকণ্ঠাও। চিরচেনা সেই কমলাপুর আজ বদলেছে। অগ্রিম টিকিট বিক্রির কাউন্টার এবার একদম ফাঁকা। স্টেশনে কেবল নিয়মিত যাত্রীদের আনাগোনা। আর সাংবাদিকদের ভিড়।

শুক্রবার (৮ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেল স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। রেল মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর ঈদযাত্রা ও ঈদের ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইন মাধ্যমে বিক্রি হওয়ায় স্টেশনটি জনশূন্য হয়ে পড়েছে।

উল্লেখ্য, আজ বিক্রি হয়েছে ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট। সকাল ৮টার পর ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, ঢাকা থেকে রাজশাহীগামী চারটি ট্রেনের কোনোটিতেই কোনো টিকিট নেই। একই চিত্র দেখা গেছে, ঢাকা থেকে রংপুরগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনেও। ১৭ তারিখে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের চিত্রও ভিন্ন ছিল না। 

তবে  সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটের সব ট্রেনেই টিকিট পাওয়া গেছে। ঢাকা-খুলনা রুটেও কিছু সিট খালি দেখা গেছে।

আজ ২৫ হাজার ৭৭৮টি টিকিটের বিপরীতে বিক্রির শুরুতে প্রথম মিনিটেই ১২ লাখ মানুষ ওয়েবসাইটে প্রবেশ করেন বলে জানিয়েছে রেলের টিকিট বিক্রির দায়িত্বে থাকা সহজ।

সহজের সিইও সন্দ্বীপ দেবনাথ গণমাধ্যমকে বলেন, ৮টা ১ মিনিটেই এক হাজার টিকিট বিক্রি হয়েছে। ৬ মিনিটে বিক্রি হয়েছে আট হাজার অগ্রিম টিকিট।

ওয়েবসাইটের উন্নয়ন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ওয়েবসাইটে ঢুকতে কোনো সমস্যা হচ্ছে না। সহজে প্রবেশ করতে পারছে মানুষ। ফলে কয়েক সেকেন্ডেই পেয়ে যাচ্ছে টিকিট। এ কারণে টিকিট ছাড়ার কয়েক মিনিটেই টিকিট শেষ হয়েছে। যেসব রুটে চাপ বেশি সেসব রুটের ট্রেনের টিকিট শুরুতেই শেষ হয়েছে।

আগামীকাল শনিবার (৮ এপ্রিল) দেওয়া হবে ১৮ এপ্রিলের টিকিট। এরপর ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রি হবে ২১ এপ্রিলের ঈদযাত্রার টিকিট।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী