ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

ম্যানচেস্টার সিটি চট্টগ্রাম সমিতির মেজবান অনুষ্ঠিত

#

নিজস্ব সংবাদদাতা

২৩ ফেব্রুয়ারি, ২০২৩,  11:50 AM

news image

ম্যানচেস্টার সিটি চট্টগ্রাম সমিতির উদ্যোগে ঐতিহ্যবাহী ‘মেজবান ও মিলনমেলা-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নানা আয়োজন করে ম্যানচেস্টার সিটি চট্টগ্রাম সমিতি। মেজবানে চট্টগ্রামবাসীর মিলন মেলায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ম্যানচেস্টার সিটিতে এই আয়োজন অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী আয়োজনে আমিনুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সংগঠনের সেক্রেটারী ইব্রাহিম খলিল ইবুর (আনোয়ারা) সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতির চেয়ারম্যন মোঃ নাছের (আগ্রবাদ)। অনুষ্ঠানের শুরুতে মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্বরণে ২মিঃ নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ম্যানচেস্টারে বসবাসরত চট্টগ্রামের ৮জন মুরব্বকীকে বিশেষ সম্মানা ক্রেস্ট  দেওয়া হয়। এসময় বক্তব্য রাখেন, মোঃ নাসিরুল আলম (পতেঙ্গা), মোঃ জাবেদ ঊদ্দিন, মোঃ সখায়রুজামান যাদু (হালিশহর), শোয়েব মাহমুদ জগনু (পটিয়া)।


অনুষ্ঠান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ম্যানচেস্টার সিটি আওয়ামীলীগের সভাপতি ওয়াচ কামালী, ম্যানচেস্টার সিটি শাহ- জালাল মসজিদের চেয়ারম্যন আসিক মিয়া সিজিল, ইংল্যান্ডে চাটগাঁইয়া প্রথম কাউন্সিলার ফিরোজ গনি, মিডিয়া ব্যক্তিত্ব  নুরুন নবী আলী, ব্যারিস্টার চৌধুরী জিন্নাত আলী, রাজ্জাকুল হায়দার বাপ্পী, রোচে আনচা, রুবি বেগম, আরিফ সোবহান ফাহিম, ওসমান ফয়সাল, টিংকু চৌধুরী, আনন্দ বড়ুয়া।


এছাড়াও ম্যানচেসটার চট্টগ্রাম সমিতির সকল সদস্য ও ম্যানচেস্টারে বসবাসরত সকল চাটগাইয়াবাসী উপস্তিত ছিলেন। অনুষ্ঠানে সিরিয়া এবং তুরস্কে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে  ক্ষতিগ্রস্তদের জন্য ফান্ডরাইজিন করা হয়। অনুষ্ঠানের সমাপনী দিবসে প্রবাসীদের শান্তি কামনায় চট্টগ্রাম সমিতির সফলতা কামনা করে মুনাজাত পরিচালনা  করেন আল জামেয়াতুল ইসলামিয়া আল আরাবিয়া মোজাহেরুল উলুম চট্টগ্রাম মাদ্রাসার বর্তমান মহাপরিচালক মওলানা লোকমান হাকিম।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী