ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৩
সংবাদ শিরোনাম
পটিয়ায় নিখোঁজের ১০ ঘন্টা পর মিলল বৃদ্ধের লাশ পটিয়ায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরিক্ষার্থীর পানেরছড়া বনবিভাগের অভিযানে অবৈধ পানির পাম্প জব্দ মোটরসাইকেল চুরি চক্রের প্রধান ছাত্রলীগ নেতা আরিফ গ্রেফতার আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যাশী মানুষ জীবনে কখনো পরাজতি হয় না-বদিউল আলম ফাঁসিয়াখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দ্বিগুণ ভাড়া আদায় করছে গাড়ির চালক ও হেলপাররা পটিয়া নবজাগরণ যুব সংঘের ২য় প্রতিষ্ঠা বাষিকীতে ফ্রী চিকিৎসা সেবার উদ্বোধন মামলা করা যার নেশা ও পেশা_রেহাই পায়নি নিজ ভাই-বোন সহ স্থানীয়রা মামলা করা যার নেশা ও পেশা_রেহাই পায়নি নিজ ভাই-বোন সহ স্থানীয়রা

মোসাদের সঙ্গে নূরের বৈঠক :ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বিস্ফোরক মন্তব্য

#

২২ জুন, ২০২৩,  10:01 PM

news image

গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তিন দেশে তিন দফা বৈঠক করেছেন বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। আজ বৃহস্পতিবার ফিলিস্তিন দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ‘নূরের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক হয়েছে মোসাদের, আমাদের গোয়েন্দা সংস্থার কাছ থেকে ছবি পেয়েছি। যদি তিনি (নূর) অস্বীকার করে থাকেন, সেটি ফিলিস্তিনের জন্য ভালো। তবে যদি সত্য হয়ে থাকে, তবে বাংলাদেশের নিরাপত্তার জন্যও হুমকি।’ ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, ‘মোসাদ থেকে টাকা নেওয়া কখনো বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর নয়।’

এর আগে নূরের বিরুদ্ধে মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে দেখা করে তার কাছ থেকে বিপুল অর্থ নেওয়ার অভিযোগ ওঠে। তখন তিনি এ দাবি অস্বীকার করে মেন্দির সঙ্গে ভাইরাল হওয়া ছবিকে ‘এডিটেড’ বলে দাবি করেন।

সম্প্রতি গণ অধিকার পরিষদে শুরু হয়েছে অস্থিরতা। দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া নূরের বিরুদ্ধে মোসাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ তোলেন। গত সোমবার গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁনকে আহ্বায়ক করেন নূর ও তার অনুসারীরা। পরের দিন মঙ্গলবার নুরুল হক নূর ও রাশেদ খাঁনকে দল থেকে সাময়িক অব্যাহতি দেন রেজা কিবরিয়া। তিনি হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সদস্যসচিব করেন।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল