ঢাকা ০৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
ঢাকায় ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েন বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা মন্দিরের ভিডিওটি বর্ধমানের, বাংলাদেশের নয়: রিউমার স্ক্যানার লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিল ইসরায়েল ১৫ আগস্ট ছুটি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সংখ্যালঘুদের ভারতে পালানোর দাবি অতিরঞ্জিত: দ্য হিন্দু লন্ডনে মীর্জা ফখরুল একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় সকল আসামিকে খালাস দেওয়ার প্রতিবাদে আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমের বিবৃতি চট্টগ্রামে বোতলজাত সয়াবিনের কৃত্রিম সংকট যুক্তরাজ্যে হাসিনা-ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তি

মেয়র লুৎফুর রহমানের চাচার ইন্তেকাল : মঙ্গলবার জানাজা

#

১৪ নভেম্বর, ২০২২,  2:21 AM

news image

টাওয়ার হ্যামলেট কাউন্সিলর নির্বাহী মেয়র লুৎফুর রহমানের চাচা মোহাম্মদ  হাজী চান মিয়া রোববার ফজরের সময় ভোর ৫.১৫ মিনিটে পূর্ব লন্ডনের নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ( ইননালিললাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। প্রবীন কমিউনিটি এই ব্যক্তিত্ব স্টেপনী শাহজালাল মস্ক এন্ড কালচারাল সেন্টার এর অন্যতম ট্রাষ্টি।   সিলেটের ওসমানী নগর উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর (মাজগাও)-এর এই সুসন্তান ১৯৫৩ সালে লন্ডন আসেন, দেশে থাকাকালে শিক্ষকতায় যুক্ত ছিলেন। মৃ্ত্যুকালে তার বয়স ছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তরুন বয়সে মেয়র লুৎফুর রহমানের উচ্চতর লেখাপডোয় সহযোগি ছিলেন তিনি। 

মংগলবার  বাদে জোহর  ( ১টায়) স্থানীয় স্টেপনী শাহজালাল মসজিদ নামাজে জানাজা শেষে তাকে ফরেসট গেইট কবরস্থানে দাফন করা হবে । 

উল্লেখ্য পূর্ব লন্ডনের স্টেপনী মসজিদ প্রতিষ্ঠা করতে যারা অগ্রনী ভূমিকা রেখেছিলেন তন্মধ্যে চান্দ মিয়া ছিলেন অন্যতম, ছিলেন ভাইস চেয়ারম্যান। পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য দোয়া কামনা করা হয়েছে।


logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল