NL24 News
১৪ নভেম্বর, ২০২২, 2:21 AM
মেয়র লুৎফুর রহমানের চাচার ইন্তেকাল : মঙ্গলবার জানাজা
টাওয়ার হ্যামলেট কাউন্সিলর নির্বাহী মেয়র লুৎফুর রহমানের চাচা মোহাম্মদ হাজী চান মিয়া রোববার ফজরের সময় ভোর ৫.১৫ মিনিটে পূর্ব লন্ডনের নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ( ইননালিললাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। প্রবীন কমিউনিটি এই ব্যক্তিত্ব স্টেপনী শাহজালাল মস্ক এন্ড কালচারাল সেন্টার এর অন্যতম ট্রাষ্টি। সিলেটের ওসমানী নগর উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর (মাজগাও)-এর এই সুসন্তান ১৯৫৩ সালে লন্ডন আসেন, দেশে থাকাকালে শিক্ষকতায় যুক্ত ছিলেন। মৃ্ত্যুকালে তার বয়স ছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তরুন বয়সে মেয়র লুৎফুর রহমানের উচ্চতর লেখাপডোয় সহযোগি ছিলেন তিনি।
মংগলবার বাদে জোহর ( ১টায়) স্থানীয় স্টেপনী শাহজালাল মসজিদ নামাজে জানাজা শেষে তাকে ফরেসট গেইট কবরস্থানে দাফন করা হবে ।
উল্লেখ্য পূর্ব লন্ডনের স্টেপনী মসজিদ প্রতিষ্ঠা করতে যারা অগ্রনী ভূমিকা রেখেছিলেন তন্মধ্যে চান্দ মিয়া ছিলেন অন্যতম, ছিলেন ভাইস চেয়ারম্যান। পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য দোয়া কামনা করা হয়েছে।