মেট্রো রেলে ৩ ফুটের কম উচ্চতার শিশুর ভাড়া লাগবে না
২৭ ডিসেম্বর, ২০২২, 3:48 PM

NL24 News
২৭ ডিসেম্বর, ২০২২, 3:48 PM

মেট্রো রেলে ৩ ফুটের কম উচ্চতার শিশুর ভাড়া লাগবে না
মেট্রোরেলে ভ্রমণ করতে তিন ফুটের কম শিশুদের ভাড়া লাগবে না। তবে শিশুর উচ্চতা তিন ফুটের বেশি হলে কিংবা শিশুর সাথে তার অভিভাবক না থাকলে ভাড়া দিতে হবে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এক সংবাদ সম্মেলনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক বলেন, সর্বোচ্চ তিন ফুট উচু বাচ্চারা অভিবাবকের সঙ্গে থাকলে ভাড়া লাগবে না। তবে অভিভাবক সঙ্গে না থাকলে ভাড়া দিতে হবে।
তিনি জানান, আপাতত মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন (দিয়াবাড়ি) থেকে সরাসরি ট্রেন আসবে আগারগাঁও স্টেশনে। আগামী ২৬ মার্চ থেকে মাঝের সব স্টেশনে যাত্রা ওঠানামা শুরু হবে।
আগামীকাল বুধবার (ডিসেম্বর ২৮) দেশের প্রথম মেট্রোরেল চালু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীবাসীর বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধন করবেন।