ঢাকা ১৮ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
ডরসেটের রেস্টুরেন্টে লাইসেন্স বাতিলের শঙ্কা বড়দিনের আগে শীতল আবহাওয়ায় কাপঁতে পারে যুক্তরাজ্য পটিয়ায় ভ্রাম্যমাণ মেলা বসিয়ে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতি করতে দেওয়া হবেনা প্রিন্স অ্যান্ড্রুর ঘনিষ্ঠ সন্দেহভাজন চীনা গুপ্তচরের পরিচয় প্রকাশের দাবি সোশাল মিডিয়ার জন্য নিরাপত্তা নীতিমালা আনল যুক্তরাজ্য বিপাকে ট্রুডো, পদত্যাগ করলেন ডেপুটি প্রধানমন্ত্রী মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা দীর্ঘ ১৬ বছর পর পটিয়ায় জামায়াতের শোডাউন দীর্ঘ ১৬ বছর পর পটিয়ায় জামায়াতের শোডাউন ৫৭ হাজার কোটা ফাঁকা রেখে শেষ হলো হজ নিবন্ধন

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের ধ্বংসলীলা দেখে কাঁদলেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব সংবাদদাতা

২৫ জুলাই, ২০২৪,  5:34 PM

news image
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে ক্ষতিগ্রস্ত স্টেশনটি পরিদর্শনে যান তিনি। এ সময় ধ্বংসস্তূপে পরিণত হওয়া মেট্রো স্টেশন ঘুরে দেখেন তিনি। একপর্যায়ে স্টেশনের ধ্বংসলীলা দেখে কেঁদে ফেলেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে বারবার নিজের অশ্রু সংবরণের চেষ্টা করতে দেখা যায়।

এ সময় সরকারের উন্নয়ন ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীকে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দেশবাসীর কষ্ট লাঘবে সরকার যে উন্নয়ন করছে, সেগুলো ধ্বংসকারীদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এ তাণ্ডব যারা করেছে, তাদের বিচার দেশবাসীকে করতে হবে।

এর আগে, গত শুক্রবার বিকালে রাজধানীর মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে হামলা হয়। ভাঙচুর করা হয় স্টেশনের সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা, এলইডি মনিটর, টিকিট কাটার মেশিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম। লুট করা হয় মূল্যবান অনেক জিনিস। পরে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ণয়ে কমিটি গঠন করে মেট্রোরেল কর্তৃপক্ষ।

পরবর্তীতে ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন চালু হতে কমপক্ষে এক বছর লাগতে পারে বলে জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : নূরুন্নবী আলী