মারিওপোলে আটকা পড়েছে ১ লাখ মানুষ
২৩ মার্চ, ২০২২, 10:24 AM

NL24 News
২৩ মার্চ, ২০২২, 10:24 AM

মারিওপোলে আটকা পড়েছে ১ লাখ মানুষ
অনলাইন ডেস্ক : আজভ সাগরের উপকূলবর্তী ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় একটি নগরী মারিউপোল। কালমিয়াস নদীর মুখে অবস্থতি নগরীটিকে বর্তমানে চারদিক থেকে ঘিরে রেখেছে রুশ বাহিনী। সেখানে চালানো হচ্ছে তীব্র গোলা ও বোমাবর্ষণ।
ইউক্রেনের মারিওপোলে এখন অবরুদ্ধ করে রেখেছেন রুশ সেনারা। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, সেখানে এক লাখের মতো মানুষ আটকা পড়েছেন। চরম মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তারা।
মঙ্গলবার বন্দরনগরী মারিওপোল থেকে বেসামরিক লোকজন সরানোর সময় হামলার অভিযোগও করেছেন জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, মারিওপোলে এক লাখের মতো মানুষ অবরুদ্ধ। তাদের কাছে পানি ও খাদ্য নেই। রুশ সেনাদের গোলাবর্ষণ অব্যাহত থাকায় বিপর্যস্ত পুরো শহর।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়। আজ ২৮তম দিনে গড়িয়েছে এ যুদ্ধ।