মাত্র ২৫ বছর বয়সে অবসরের ঘোষণা অ্যাশলে বার্টি
২৩ মার্চ, ২০২২, 12:04 PM

NL24 News
২৩ মার্চ, ২০২২, 12:04 PM

মাত্র ২৫ বছর বয়সে অবসরের ঘোষণা অ্যাশলে বার্টি
অনলাইন ডেস্ক : মাত্র ২৫ বছর বয়সে টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অ্যাশলে বার্টি ।
টেনিসের নাম্বার ওয়ান বাছাই অ্যাশলে বার্টি সবাইকে চমকে দিয়েছেন সবাইকে। তিনি বলেছেন, তিনি তার স্বপ্ন পূরণ করতে পেরেছেন। এখন তিনি অন্য স্বপ্নপূরণের পথে হাঁটতে চান।
সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন অ্যাশলে বার্টি। ৪৪ বছর পর কোনো অস্ট্রেলিয়ান নারী টেনিস তারকা হিসেবে তিনি সম্মানজনক এ পদক জিতেন। এর কয়েক সপ্তাহ পরই দিলেন অবসরের ঘোষণা।
অ্যাশলে বার্টি জানিয়েছেন, গত বছর উইম্বলডন জিতেই তিনি টেনিস ছাড়তে প্রস্তুত ছিলেন। তিনবারের গ্রান্ডস্লাম জয়ী অ্যাশলে বার্টি আরও বলেন, আমার কাছে সাফল্য মানে সামর্থ্যের সবকিছু দিতে পারা, যতটুকু সম্ভব। যা অর্জন করেছি তাতে আমি সন্তুষ্ট। আমি খুশি কারণ আমি জানিয়ে নিজের সেরাটা দিতে কতটা পরিশ্রম করতে হয়।