ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

মধ্যপ্রাচ্যে নতুন সামরিক জোট গঠনের পথে ইসলামিক বিশ্ব

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুন, ২০২৫,  4:39 PM

news image
ছবি: সংগৃহীত

মধ্যপাচ্যের ক্রমবর্ধমান সংঘাত মোকাবেলায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে একটি যৌথ "ইসলামিক সেনাবাহিনী" গঠনের অভিনব প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের প্রভাবশালী নেতা মহসিন রেজাই এই প্রস্তাবের কথা জানান।

রেজাই দাবি করেন, এই ধরনের একটি শক্তিশালী সামরিক জোট গঠিত হলে তা অঞ্চলে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং চলমান সংকট মোকাবিলায় নিষ্পত্তিমূলক ভূমিকা রাখতে সক্ষম হবে। তিনি বলেন, "মুসলিম বিশ্বের সম্মিলিত সামরিক শক্তি" আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য।

তবে, বিশ্লেষকরা এই প্রস্তাবকে অত্যন্ত স্পর্শকাতর ও সম্ভাব্য বিস্ফোরক বলে আখ্যায়িত করেছেন। তাদের মতে, মধ্যপাচ্যে এমন জোট বাস্তবায়িত হলে জটিল ক্ষমতার সমীকরণ আমূল বদলে যেতে পারে এবং বর্তমান সংঘাত আরও ব্যাপক আকার ধারণ করার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে ইসরায়েল ও পশ্চিমা শক্তিগুলোর সাথে ইরানের তীব্র বৈরিতার প্রেক্ষাপটে এই উদ্যোগ উদ্বেগ বাড়াচ্ছে।

এই প্রস্তাবের পটভূমিতে ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সহিংসতা অব্যাহত রয়েছে। সোমবার ভোরেও ইরান ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফায় লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে কমপক্ষে পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। হামলার স্থানগুলোতে ভবন ও যানবাহনে আগুন লাগে, বিদ্যুৎকেন্দ্রসহ অবকাঠামোরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের তেহরানসহ বিভিন্ন শহরে, বিশেষ করে পারমাণবিক ও সংবেদনশীল সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক বিমান হামলা চালায়। এর জবাবেই ইরান বড় ধরনের শক্তিপ্রদর্শন করে ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এই পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতায় গোটা অঞ্চল এখন যুদ্ধের সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং সহিংসতায় হতাহতের সংখ্যা দিন দিন বাড়ছে। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী