ভারী বৃষ্টিতে মক্কায় ভয়াবহ বন্যা
আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৪, 10:12 AM

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৪, 10:12 AM

ভারী বৃষ্টিতে মক্কায় ভয়াবহ বন্যা
ভারী বৃষ্টির কারণে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। নগরীর বিভিন্ন নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা ও বাড়িঘর। বৃষ্টির আগে মক্কা এবং এর আশপাশের এলাকায় প্রবল ধূলিঝড় বয়ে যায়। এতে যোগযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, তীব্র বৃষ্টি এবং পানির স্রোত নগরীর বিভিন্ন অংশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। সেই ভিডিওগুলোতে ধূলিঝড়ের প্রভাবও স্পষ্টভাবে দেখা গেছে।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র আগেই সতর্কতা জারি করেছিল যে মক্কা, জিজান, আসির, আল বাহা এবং মদিনা অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এসব অঞ্চলে শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছিল।
বিশেষজ্ঞরা বলছেন, মরু অঞ্চলে বন্যা একটি বিরল ঘটনা। তবে সম্প্রতি মধ্যপ্রাচ্যে অস্বাভাবিক আবহাওয়ার কারণে এমন ঘটনা ঘটছে। বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো মধ্যপ্রাচ্যও জলবায়ুর পরিবর্তনের প্রভাব অনুভব করছে। এর ফলে এই ধরনের ঘটনা ঘটছে।
এই ঘটনায় মক্কার প্রশাসন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চল ও বন্যাপ্রবণ এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন এই পরিস্থিতি আরও অব্যাহত থাকতে পারে।