ভারতে প্রিয়নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষুব্ধ মুসলিম বিশ্ব
০৬ জুন, ২০২২, 5:35 PM

NL24 News
০৬ জুন, ২০২২, 5:35 PM

ভারতে প্রিয়নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষুব্ধ মুসলিম বিশ্ব
ভারতে টেলিভিশনের বিতর্ক অনুষ্ঠানে নবীজি হজরত মুহম্মদ (সা:) ও মা আয়েশার (রা.) বিয়ে নিয়ে টুইটারে অবমাননাকর মন্তব্য করেন উত্তর প্রদেশের কানপুরে বিজিপি’র নেত্রী নূপুর শর্মা। তাকে সমর্থন দেন দিল্লি বিজেপি’র মিডিয়া শাখার প্রধান নবীন কুমার জিন্দাল।
এনিয়ে ভারতে প্রতিবাদ, বিক্ষোভ ও সংঘর্ষ পর্যন্ত ঘটে। গত শুক্রবার এ ঘটনার বিরুদ্ধে ধর্মঘটের ডাক দেয় মুসল্লীরা। জুমার পর রক্তক্ষয়ী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পুলিশ মুসলিম বিক্ষোভকারীদের বেদম প্রহার ও লাঠিচার্জ করে। গ্রেফতার করে ২০ জনকে। মামলা করে হাজার হাজার অজ্ঞাত বিক্ষোভকারীর বিরুদ্ধে।
এক চিঠিতে বিজেপির কেন্দ্রীয় শৃঙ্খলারক্ষা কমিটির সম্পাদক ওম পাঠক জানিয়ে দিয়েছেন, দলবিরোধী কথা বলেছেন আপনি। দল এই বক্তব্যকে সমর্থন করে না। বিস্তারিত তদন্তের আগে আপনাকে দলের পদ এবং দায়িত্ব থেকে বরখাস্ত করা হল।