সংবাদ শিরোনাম
NL24 News
১৮ ফেব্রুয়ারি, ২০২২, 9:38 PM
বড় মেয়ে বিয়ে করায় পরিবারের ৩ সদস্যকে মেরে আত্মহত্যা
অনলাইন ডেস্ক: ভারতের তামিলনাডুতে বড় মেয়ে দলিত এক ছেলেকে বিয়ে করা নিয়ে ক্ষিপ্ত ছিলেন বাবা। এ কারণেই তিনি স্ত্রী ও অন্য দুই মেয়েকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন।’
নাগাপাত্তিনামের পুলিশ সুপারিনটেন্ডেন্ট জি জওহর জানান, ওই বাবার নাম লক্ষ্মানন। তিনি নাগাপাত্তিনাম জেলার বাসিন্দা। চায়ের দোকান ছিল তার।
বড় মেয়ের দলিত এক ছেলেকে বিয়ে করা নিয়ে ক্ষিপ্ত ছিলেন লক্ষ্মানন। এ কারণেই তিনি স্ত্রী ও অন্য দুই মেয়েকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন।’
হত্যার শিকার দুই মেয়ের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। ঘটনার সময় লক্ষ্মাননের বড় মেয়ে স্বামীর কাছে ছিলেন। তিনি নিরাপদে আছেন বলে জানিয়েছেন জওহার।
পুলিশ জানায়, বেদনাদায়ক এ ঘটনা নিয়ে তদন্ত চলছে।
সম্পর্কিত