বড়দিনের আগে শীতল আবহাওয়ায় কাপঁতে পারে যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৪, 6:54 PM
আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৪, 6:54 PM
বড়দিনের আগে শীতল আবহাওয়ায় কাপঁতে পারে যুক্তরাজ্য
বড়দিনের আগেই শীতল আবহাওয়ায় কাপঁতে পারে যুক্তরাজ্য। আগামী ২২ ডিসেম্বর থেকে দেশটির বিভিন্ন অংশে জুড়ে শুরু হতে পারে তুষারঝড়। আবহাওয়ার মানচিত্র ও চার্ট অনুযায়ী, স্কটল্যান্ডে সবচেয়ে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ইনভারনেস, অ্যাবারডিন এবং এডিনবার্গের মতো অঞ্চলগুলোতে তুষারপাত হতে পারে।
নেট ওয়েদার টিভির পূর্বাভাস অনুযায়ী, ২৩ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ ব্রিটেনে উচ্চ চাপের একটি ধারা তৈরি হতে পারে। এর ফলে, বছরের শেষের দিকে কিছু জায়গায় "হোয়াইট ক্রিসমাস" দেখার সম্ভাবনা রয়েছে। তবে এটি নির্ভর করবে ঠান্ডা বাতাসের সঠিক সময়ে প্রবাহের ওপর।
এ বিষয়ে নেট ওয়েদার টিভি আরও বলেছে, “সপ্তাহের শুরুর দিকে আবহাওয়া শীতল এবং কখনো কখনো ঠান্ডা থাকার সম্ভাবনা বেশি, বিশেষ করে উত্তর অংশে। তবে সপ্তাহের শেষের দিকে আবহাওয়া কিছুটা উষ্ণ হতে পারে। মধ্যবর্তী সময়কালে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে হালকা শীতল বাতাসের প্রবাহ দেখা যেতে পারে। এর ফলে কয়েকটি ঠান্ডা, উজ্জ্বল, তুষারাবৃত দিন কাটার পর উষ্ণ আবহাওয়া ফিরে আসতে পারে।”
বৃষ্টিপাতের পরিমাণ সাধারণত স্বাভাবিক থাকবে। তবে সপ্তাহের মাঝামাঝি ও শেষের দিকে পশ্চিম অঞ্চলে কিছুটা কম বৃষ্টি হতে পারে। সূর্যের উপস্থিতিও স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।