ঢাকা ০৯ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
ট্রাম্পের জয়ে ভবিষ্যতে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক কেমন হবে? যুক্তরাষ্ট্রের ‘সেকেন্ড লেডি’ হচ্ছেন ভারতীয় উষা ২৭তম বিসিএসে বাদ পড়া ১১১৪ জনের রিভিউ শুনবেন আপিল বিভাগ ভোটে পরাজয় মেনে নিয়েছি, লড়াই ছাড়ছি না: কমলা প্রেসিডেন্ট হিসেবে প্রথমেই যে ৭ কাজ করবেন ট্রাম্প নারী ও সংখ্যালঘুদের বঞ্চিত করে সংস্কারের নামে পশ্চাৎযাত্রী বাংলাদেশের খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন, সফরসঙ্গী ১৬ এবার ঘরের মাঠে মিলানের কাছে উড়ে গেল রিয়াল কেন প্রতিরক্ষামন্ত্রীকে বহিষ্কার করলেন নেতানিয়াহু? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ ফল

ব্রিটেনেরসর্ববৃহত ঈদমেলার আয়োজন করছে টি এন্ড টি কনসালটেন্সি

#

১২ মে, ২০২৩,  6:29 PM

news image

আগামী ৯ জুলাই, রবিবার ব্রিটেনের টি এন্ড টি কনসালটেন্সি ও নেক্সট স্টেইজ ইভেন্টসের সার্বিক তত্বাবধানে আয়োজন করতে যাচ্ছে ব্রিটেনের সর্ববৃহত ও বাংলাদেশী কমিউনিটির প্রথম খোলা মাঠে ঈদমেলা। ঈদমেলার আয়োজন নিয়ে লন্ডন বাংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে উপস্থিত থেকে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঈদমেলার পৃষ্ঠপোষক টি এন্ড টি কনসালটেন্সি ইউকে সিইও ইফতেখার আহমেদ। আরো আছেন ঈদমেলা আয়োজনের দশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সভাপতি ব্যবসায়ি ও সমাজ সেবক নাজিম উদ্দিন, নেক্সট স্টেইজ ইভেন্টসের সিইও আবদুল্লাহ মাহমুদ।


সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বিলেতে আমাদের বাঙালি সংস্কৃতি তুলে ধরার কাজে বহু সাংস্কৃতিক সংগঠন কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় আমাদের সংগঠন টি এন্ড টি কনসালটেন্সি এবং নেক্সট স্টেইজ ইভেন্টসও কাজ করে যাচ্ছে। গত বছর আমরা টি এন্ড টি কনসালটেন্সির পৃষ্ঠপোষকতায় এবং সহযোগীতায় পূর্ব লন্ডনের আকলু প্লাজায় দিনব্যাপী একটি বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পেরেছি। সে অনুষ্ঠানে ছিল নাচ, গান, আবৃত্তির সাথে বাংলাদেশী পণ্য প্রদর্শনী বিক্রয়, ফ্যাশন শো, বাঙালির উপাদেয় হরেক রকম খাদ্যের স্টল। কয়েক হাজার দর্শকশ্রোতা সেদিন আমাদের এ আয়োজনে উপস্থিত হয়ে কেনাকেটাসহ আনন্দ উপভোগ করেছেন। বিলেতের মাটিতে অনুষ্ঠানটি হয়েছিলে এক খণ্ড বাংলাদেশের উজ্জ্বল পরিচিতি। ব্রিটিশ বাঙালি ও নতুন প্রজন্মের মাঝে সেদিন যে সাড়া পেয়েছি, আমাদের বিশ্বাস তারা নিজ শিকড়ের সাথে পরিচয় হতে পেরে উৎসাহিত হয়েছেন। আমাদের উদ্দেশ্যও তাই, নতুন প্রজন্মকে শিকড়ের সন্ধান দেয়া।  

আমাদের সেই বিরল অভিজ্ঞতার পর আমরা উৎসাহিত হয়ে এবার একটি বিশাল সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি নিয়েছি। এটাই হবে এখন পর্যন্ত বিলেতের সবচেয়ে বড় ঈদ মেলা। বিলাতের মাটিতে এটা ইতিহাস সৃষ্টিকারি একটি সাংস্কৃতিক ও বাংলাদেশী ঐতিহ্য সম্বলিত ঈদের সবচেয়ে বড় আয়োজন। এটি অনুষ্ঠিত হবে আসন্ন জুলাই মাসের ৯ তারিখ এবং এটি চলবে দুপুর ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আপনারা জেনে খুশি হবেন, পুরো আয়োজন টি এন্ড টি কনসালটেন্সির পৃষ্ঠপোষকতায়, পূর্ব লন্ডনের মাইল এণ্ড স্টেডিয়াম খোলা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের প্রত্যাশা এই আয়োজনে সারাদিনে আসা যাওয়ার মাধ্যমে ২০ থেকে ২৫ হাজারের বেশী শ্রোতা ও দর্শক উপস্থিত থাকবেন। উপভোগ করবেন বাঙালির সংস্কৃতির হৃদয়গ্রাহী নানা উপস্থাপনা। এতে অংশ নিবেন বাংলাদেশী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। থাকবেন বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী, আধুনিক ও জনপ্রিয় ব্যণ্ড শিল্পীরা আরো থাকবেন অন্যান্য থেকে থেকে আগত খ্যাতিমান শিল্পীরা। পরিবেশিত হবে ফ্যাশন শো, থাকবে হালকা খাবারের শতাধিক রকমারি স্টল। চমকে দেয়ার মত রঙিন ব্যানার, ফেস্টুন মাঠকে দেবে চোখ ধাধানো একটি পরিবেশ। থাকবে  শিশু—কিশোরদের জন্য নানা খেলাধূলার ব্যবস্থা। 

ঈদ মেলায় স্টল বুকিংয়ের জন্য যোগাযোগ 07977351060 ও 02072474500.

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল