ব্রিটিশ হাউজবিল্ডার কোম্পানি ভিস্ট্রির শেয়ার মূল্যে ধস, ১ বিলিয়ন পাউন্ডের বেশি ক্ষতি
আন্তর্জাতিক ডেস্ক
০৮ অক্টোবর, ২০২৪, 4:20 PM

আন্তর্জাতিক ডেস্ক
০৮ অক্টোবর, ২০২৪, 4:20 PM

ব্রিটিশ হাউজবিল্ডার কোম্পানি ভিস্ট্রির শেয়ার মূল্যে ধস, ১ বিলিয়ন পাউন্ডের বেশি ক্ষতি
ব্রিটিশ হাউজবিল্ডার ভিস্ট্রির মূল্যায়নে বড় ধরনের ধস নেমেছে। কোম্পানির শেয়ার বাজার থেকে ১ বিলিয়ন পাউন্ডের বেশি ক্ষতি করেছে। মঙ্গলবার কোম্পানিটি জানায়, তাদের কয়েকটি প্রকল্পের নির্মাণ খরচ "অতিরিক্ত কম" হিসাব করা হয়েছিল। এর ফলে লাভের পূর্বাভাসে বড় ধরনের পরিবর্তন এসেছে।
ভিস্ট্রি কোম্পানিটি বোভিস হোমস নামে পরিচিত। প্রতিষ্ঠানটি বলছে, দক্ষিণ বিভাগের ৪৬টির মধ্যে ৯টি উন্নয়ন প্রকল্পে মোট নির্মাণ খরচের প্রায় ১০ শতাংশ কম হিসাব করা হয়েছিল। এই ভুলের কারণে কোম্পানিটির ১১৫ মিলিয়ন পাউন্ড লাভ কম হতে পারে।
এই ঘোষণার পর কোম্পানির শেয়ারের দাম ২৮ শতাংশ কমে যায়। এর ফলে শেয়ার বাজার থেকে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন পাউন্ড হারিয়েছে কোম্পানির বাজার মূল্য প্রায় ৩ বিলিয়ন পাউন্ডে নেমে আসে।
ভিসট্রি জানিয়েছে, প্রকৃত কারণগুলি নির্ধারণের তারা একটি স্বাধীন পর্যালোচনা শুরু করছে। সমস্যা শুধু তাদের দক্ষিণ বিভাগের মধ্যে সীমাবদ্ধ।
বর্তমানে ভিসট্রি ৩০০টিরও বেশি প্রকল্প নিয়ে কাজ করছে। চলতি বছর ১৮ হাজারের বেশি ঘর সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে।
এদিকে, ইনভেস্টেক বিশ্লেষক আইনসলে ল্যামিন বলছেন, "এই সমস্যা গুলো কি বিচ্ছিন্ন না ভবিষ্যতে পুনরায় ঘটার ঝুঁকি আছে। তা নিয়ে উদ্বেগ বাড়ছে।"