NL24 News
০৪ ফেব্রুয়ারি, ২০২২, 2:19 PM
ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ৪ সহযোগীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ঘনিষ্ঠ ৪ সহযোগী পদত্যাগ করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিপদ যেন কাটছেই না।
পদত্যাগকারী হলেন- প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি মার্টিন রেনল্ডস, চিফ অব স্টাফ রোজেনফিল্ড, যোগাযোগ বিষয়ক পরিচালক জ্যাক ডয়েল এবং তার প্রধান রাজনৈতিক কৌশলী মুনিরা মির্জা
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) পদত্যাগ করেছেন তারা। ধারণা করা হচ্ছে, পদত্যাগ করা কর্মকর্তাদের মধ্যে তিনজন ডাউনিং স্ট্রিটের পার্টিতে সরাসরি সম্পৃক্ত ছিলেন।
এদিকে, শুধু লকডাউনের মধ্যে মদের পার্টির আয়োজনে যোগ দেওয়া নয়, বরিস জনসনের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে, গত বছরের এপ্রিলে রানি দ্বিতীয় এলিজাবেথ, তার স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্য সম্পন্ন হওয়ার সময়ও ডাউনিং স্ট্রিটে পার্টির আয়োজন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আর সেটি ছিল বরিস জনসনের যোগাযোগ বিষয়ক পরিচালক জেমস স্ল্যাকের বিদায় উপলক্ষে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর এসব কেলেঙ্কারির জন্য তার কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতারাও ইতোমধ্যে তার পদত্যাগ দাবি করেছেন।