সংবাদ শিরোনাম
বেথনাল গ্রীন ইষ্ট ওয়ার্ড লেবার পার্টির নির্বাচনী প্রচারনা শুরু
০৬ মার্চ, ২০২২, 6:33 AM

NL24 News
০৬ মার্চ, ২০২২, 6:33 AM

বেথনাল গ্রীন ইষ্ট ওয়ার্ড লেবার পার্টির নির্বাচনী প্রচারনা শুরু
- লন্ডন : ৫ই মের কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে শনিবার বেথনাল গ্রীন ইষ্ট ওয়ার্ড লেবার পার্টির নির্বাচনী প্রচারনা শুরু হয় । এ সময় লেবার পার্টির মনোনিত কাউন্সিলার প্রার্থী কাউন্সিলার সিরাজুল ইসলাম, কাউন্সিলার ইভ ম্যাককুইলান ও রেবেকা সুলতানা ও মেয়র জন বিগসের সমর্থনে বক্তব্য রাখনে ছিলেন বেথনাল গ্রীনও বো আসনের এমপি রুশনারা আলী এমপি । তিনি বলেন, বহুজাতিক ব্রিটেনের সম্প্রীতির বন্ধন কে ধরে রেখে মূলধারার রাজনীতি এবং মুল স্রোতে অংশ গ্রহণের মধ্যদিয়ে আমাদের প্রজন্মের জন্য একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়া সম্ভব । এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেয়র জন বিগস, কাউন্সিলার ও স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলার সিরাজুল ইসলাম, কাউন্সিলার ইভ ম্যাকুলিয়ান, রেবেকা সুলতানা, বেথনাল গ্রীণ ইষ্ট লেবারপার্টির চেয়ার আনোয়ার হোসেন, ভাইস চেয়ার কামরুন নাহার, সেক্রেটারী ডান সিমসন্স। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মতিনু উজ্জমান, বায়তুল আমান মসজিদের চেয়ারম্যান মোঃসোবহান আলী, সাবেক মেয়র সেলিম উল্যা, সাবেক স্পিকার কাউন্সিলার আব্দুল মুকিত চুনু,সাবেক স্পিকার মিজান চৌধুরী,সাবেক ডেপুটি লিডার আব্দুস শুকুর, সাবেক ডেপুটি লিডার আলাউদ্দিন, কাউন্সিলার সাবিনা আক্তার, কাউন্সিলার কেভিন ব্রেডি, কাউন্সিলার লিমা কোরেশী, লেন্সবারি ওয়ার্ডের প্রার্থী সাহেদা রাহমান, বিএমইর আনিছুর রহমান আনিছ সহ টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির কাউন্সিলার প্রার্থীরা ।
সম্পর্কিত