বৃহস্প্রতিবার ৫ মে বৃটেনের স্থানীয় সরকার নির্বাচন
০৪ মে, ২০২২, 5:57 PM
NL24 News
০৪ মে, ২০২২, 5:57 PM
বৃহস্প্রতিবার ৫ মে বৃটেনের স্থানীয় সরকার নির্বাচন
আগামীকাল বৃহস্প্রতিবার ৫ মে বৃটেনের স্থানীয় সরকার অনুষ্ঠিত হতে যাচ্ছে । তবে সারা দেশের উত্তাপ ছড়িয়ে বাংলাদেশ অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের দিকে সবার নজর । এবার টাওয়ার হ্যামলেটসে নির্বাচনী লড়াইয়ে কে মেয়র হচ্ছেন ? বর্তমান মেয়র জন বিগস, নাকি বাংলাদেশী বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফর রহমান নাকি রাবিনা খান । যুক্তরাজ্যের সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি এ বারায় বসবাস করেন। মূল ধারার বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বে রয়েছেন বাঙালি কমিউনিটির মানুষজন। মেয়র পদে ৭ জন প্রার্থী এবং ২০টি ওয়ার্ডে ৪৫টি কাউন্সিলর পদে দুই শতাধিক প্রার্থী অংশ নিচ্ছেন। প্রধান রাজনৈতিক দলগুলো ছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন নির্বাচনে। মেয়র পদে লড়ছেন বর্তমান মেয়র লেবার দলীয় জন বিগস, আসপায়ার পার্টির প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক মেয়র লুৎফর রহমান, লিবডেম থেকে সাবেক মেয়র প্রার্থী কাউন্সিলার রাবিনা খান। এছাড়া কনজারভেটিভ থেকে এলিয়েট ওয়েভার্স, স্বতন্ত্র অ্যান্ড্রু উড, পামেলা এ্যান হোমস, ট্রেড ইউনিয়নিস্ট ও সোশালিস্ট কোয়ালিশনের প্রার্থী হয়েছেন হোগো পিয়ার। লেবার পার্টির ‘সেফ সিট’ হিসেবে পরিচিত এ এলাকার দুই এমপি রুশনারা আলী ও আফসানা বেগম লেবার পার্টির প্রার্থীর পক্ষে মাঠে রয়েছেন । ব্রিটেনের নির্বাচনে প্রতিটি ভোটারের তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার ক্ষেত্রে বিকল্প থাকে। কোনো প্রার্থী ৫১ শতাংশ ভোট না পেলে সেক্ষেত্রে দ্বিতীয় পছন্দের ভোটারের সংখ্যা গণনা করা হয়। তাই টাওয়ার হ্যামলেটসের ৫ মের নির্বাচনে কে মেয়র হবেন আর কারা কারা কাউন্সিলর নির্বাচিত হবেন তার জন্য অপেক্ষা করতে হবে ফলাফল ঘোষণার দিনের জন্য।