ঢাকা ০৯ মে, ২০২৫
সংবাদ শিরোনাম
ভারতের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান: আইএসপিআর আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী ভারত-পাকিস্তান ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করল সরকার বেসরকারি অফিসেও ঈদুল আজহার ছুটি ১০ দিন মেট গালায় বাংলার ঐতিহ্য নিয়ে কিং খান কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে ৫৭টি মুসলিম দেশ, চাপে ভারত পাহাড়ের আড়ালে অপহরণের রাজত্ব—ভয়ে কাঁপছে পটিয়ার জনপদ শাপলা চত্বরে নিহত ৯৩ জনের তালিকা প্রকাশ করল হেফাজত ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান, পাল্লা ১২০ কিমি ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ২

বিশ্বের সেরা পাসপোর্ট কোন দেশের, জেনে নিন

#

১৬ মে, ২০২৩,  6:25 AM

news image

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সেরা পাসপোর্টের খেতাব জিতে নিয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগ, দ্বৈত নাগরিকত্ব ও পাসপোর্ট বিষয়ক ট্র্যাকিং সংস্থা নোমাড ক্যাপিটালিস্ট সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বিশ্বের ১৯৯টি দেশের মধ্যে শীর্ষ ১০টি দেশের পাসপোর্টের একটি তালিকা দিয়েছে নোমাড। এই দেশগুলো হলো—

১. সংযুক্ত আরব আমিরাত

২. লুক্সেমবার্গ


৩. সুইজারল্যান্ড,


৪. আয়ারল্যান্ড,


৫. পর্তুগাল,


৬. জার্মানি


৭. চেক রিপাবলিক


৮. নিউজিল্যান্ড


৯. সুইডেন


১০. ফিনল্যান্ড


বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হওয়ায় মোট ১৮১টি দেশে ভিসামুক্ত প্রবেশ, অন অ্যারাইভাল ভিসা সুবিধা ভোগ করবেন আমিরাতের পাসপোর্টধারীরা। এছাড়া বিভিন্ন দেশে ভ্রমণ কর থেকে অব্যাহতি সুবিধাও ভোগ করবেন তারা। সেই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব— অর্থাৎ নিজ দেশের পাশাপাশি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রেও তারা অগ্রাধিকার পাবেন। 

নোমাড ক্যাপিটালিস্টের তথ্য অনুযায়ী, এই সূচকে ৩৭ দশমিক ৫০ স্কোর পেয়ে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১৮২তম স্থানে রয়েছে। বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় বিশ্বের ৪৯টি দেশে ভ্রমণ করতে পারেন।

নোমাড ক্যাপিটালিস্টের এই সূচকে মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ৪৩তম স্থানে রয়েছে। এছাড়া যুক্তরাজ্য ৩০তম এবং অস্ট্রেলিয়া ৩৯তম স্থানে রয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী