বিশ্বের বৃহত্তম বাঁধ করবে চীন, প্রভাব পড়বে ভারত-বাংলাদেশে
আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর, ২০২৪, 6:52 PM
আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর, ২০২৪, 6:52 PM
বিশ্বের বৃহত্তম বাঁধ করবে চীন, প্রভাব পড়বে ভারত-বাংলাদেশে
বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে চীন। তিব্বত মালভূমির পূর্ব প্রান্তে ইয়ারলুং জ্যাংবো নদীর ওপর নির্মিতব্য এই বাঁধটি যমুনা ও ব্রহ্মপুত্রের উৎপত্তিস্থলের কাছে অবস্থিত। ইয়ারলুং জ্যাংবো নদী ভারতের অরুণাচল ও আসাম হয়ে বাংলাদেশে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র এবং যমুনা নাম ধারণ করে।
চীনের এই প্রকল্প নিয়ে ভারত ও বাংলাদেশ উভয়ের মধ্যেই উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাঁধটি স্থানীয় বাস্তুতন্ত্র ও নদীর স্বাভাবিক প্রবাহপথে প্রভাব ফেলতে পারে। তিব্বত মালভূমির এই বাঁধের ভূ-পরিবেশগত পরিবর্তন ভারত ও বাংলাদেশের জলপ্রবাহের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।
২০২০ সালের এক প্রতিবেদনে চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্প জানিয়েছিল, এই বাঁধ বছরে ৩০০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বাঁধও চীনে অবস্থিত। মধ্য চীনের থ্রি গর্গেস বাঁধের উৎপাদন ক্ষমতা ৮৮ দশমিক দুই বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা। নতুন এই বাঁধটির উৎপাদন ক্ষমতা হবে তার চেয়ে প্রায় তিন গুণ।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুসারে, এই প্রকল্প কার্বন নিঃসরণ কমিয়ে চীনের কার্বন নিরপেক্ষতা অর্জনে সহায়ক হবে। একই সঙ্গে প্রকল্পটি দেশের প্রকৌশল ও শিল্প খাতকে এগিয়ে নিয়ে যাবে এবং তিব্বত অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করবে।
ইয়ারলুং জ্যাংবো নদীর একটি অংশ মাত্র ৫০ কিলোমিটারের ব্যবধানে দুই হাজার মিটার নিচে নেমে আসে। এই ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে এটি জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের জন্য উপযুক্ত স্থান হিসেবে বিবেচিত হয়েছে।