ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৪

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২৪,  10:32 AM

news image
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গাজা সিটির দারাজ অঞ্চলের একটি বাড়িতে বিমান হামলায় এক পরিবারের ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চিকিৎসকদের মতে, ওই হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং আশপাশের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় পৃথক দুটি বিমান হামলায় আরও চারজন নিহত হয়েছেন।

গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি ট্যাংক নিয়ে সেনারা অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মানবিক এলাকা হিসেবে পরিচিত মাওয়াসি অঞ্চলে ট্যাংকের ভারী গোলাবর্ষণের কারণে সেখানে আশ্রয় নেওয়া বহু পরিবার উত্তর দিকে খান ইউনিস শহরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইসরায়েলের চলমান অভিযানে মঙ্গলবার পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫৯ জনে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ইসরায়েলি এই হামলা প্রায় পুরো গাজার জনসংখ্যাকে বাস্তুচ্যুত করেছে এবং উপত্যকার বেশিরভাগ অংশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

গাজার অস্ত্রবিরতি ও জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনার জন্য একটি ইসরায়েলি দল বর্তমানে কাতারের রাজধানী দোহায় রয়েছে। আলোচনার বিষয়ে অবগত একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, অবশিষ্ট বিষয়গুলো নিয়ে ইসরায়েল ও কাতারি মধ্যস্থতাকারীদের মধ্যে কাজ চলছে।

গাজায় অস্ত্রবিরতি এবং জিম্মিদের মুক্তি নিয়ে মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের ত্রিপাক্ষিক প্রচেষ্টা সাম্প্রতিক সপ্তাহগুলোতে গতি পেয়েছে, তবে এখনও উল্লেখযোগ্য কোনও সাফল্য অর্জিত হয়নি।

গত বছরের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত একটি সমঝোতা পরিকল্পনা হামাস গ্রহণ করলেও ইসরায়েলের ভবিষ্যৎ সামরিক উপস্থিতি নিয়ে নতুন শর্তের কারণে আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী