আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর, ২০২৪, 6:37 PM
বিল্ডিং সেফটি মিনিস্টার পদের দায়িত্ব ছাড়লেন রুশনারা আলী
ব্রিটেনের বিল্ডিং সেফটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন ব্রিটিশ সরকারের উপমন্ত্রী রুশনারা আলী। শনিবার রাতে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন। আলোচিত গ্রেনফেল টাওয়ার অগ্নিকাণ্ডে বেঁচে থাকা ক্ষতিগ্রস্তরা রুশনারাকে একটি ইনসুলেশন ফার্ম কর্তৃক স্পনসর করা কনফারেন্সে উপস্থিত থাকার কারণে পদত্যাগের আহ্বান জানান। তাদের প্রতি সম্মান জানিয়ে তিনি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে মন্ত্রী হিসেবেই তিনি সরকারের অন্য দায়িত্ব পালন করবেন।
বেথনাল গ্রিন ও বো আসনে ২০১০ সাল থেকে টানা লেবার পার্টির মনোনয়নে এমপি নির্বাচিত হয়ে আসছেন রুশনারা আলী। তার জন্ম সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুরকি গ্রামে। ছোটবেলায় তিনি মা-বাবার সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি ব্রিটিশ সংসদের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি। ব্রিটেনের মন্ত্রিসভায় এই প্রথমবারের মতো তিনি স্থান পেয়েছেন।
রুশনারা তার পদত্যাগের কারণ হিসেবে বলেন, গ্রেনফেল টাওয়ার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সঙ্গে মন্ত্রকের মধ্যে একটি বিশ্বস্ত সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। এই কারণে তিনি মনে করেন, বিল্ডিং সেফটি পোর্টফোলিও অন্য কোনও মন্ত্রীর কাছে হস্তান্তর করা উচিত। তবে তিনি অন্যান্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।