ঢাকা ১৫ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সরকার দ্রুত নির্বাচন দিতে চায়: এএফপিকে প্রধান উপদেষ্টা ট্রাম্পের জয়ে ইমরানের মুক্তির সম্ভাবনা দেখছে তার সমর্থকরা বিমা পলিসি থেকে ‘বঙ্গবন্ধু’ বাদ বাংলাদেশের সাংবাদিকদের স্বাধীনতাকে যেন সম্মান করা হয়: মার্কিন পররাষ্ট্র দফতর বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়: কলকাতা হাইকোর্ট মাস্ককে ১ লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিলেন ট্রাম্প 'উই আর নাহিদ' হ্যাশট্যাগে ছেয়েছে ফেসবুক, নেপথ্যে কী সবুজ শিল্প বিকাশে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা চাইলেন ড. ইউনূস ঢাকায় আসছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি বেরিয়ে এলো ত্রিভুজ প্রেমের চাঞ্চল্যকর কাহিনি

বিমা পলিসি থেকে ‘বঙ্গবন্ধু’ বাদ

#

১৪ নভেম্বর, ২০২৪,  12:08 PM

news image
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় জীবনবিমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশনের এক পলিসির নাম ছিল ‘বঙ্গবন্ধু সর্বজনীন পেনশন বিমা (লাভসহ)’। তিন বছর আগে মুজিব বর্ষ উপলক্ষে এটি চালু করা হয়। মূলত বয়স্ক মানুষের অবসরজীবনে সচ্ছলতা আনার লক্ষ্যেই বঙ্গবন্ধু পেনশন বিমা পলিসি (লাভসহ) চালু করা হয় বলে জীবন বীমা করপোরেশন থেকে জানানো হয়েছিল।

তবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই পলিসির নাম বদলে এর নাম রাখা হয় ‘মেয়াদি সুবিধাযুক্ত পেনশন বিমা’। মেয়াদ শেষে যারা মাসিক পেনশন পেতে ইচ্ছুক, তাদের জন্যই মূলত এ পলিসি। এই পলিসির একটি বড় সুবিধা হলো, কেউ চাইলে মেয়াদ শেষে এককালীন শতভাগ বা ৫০ শতাংশ টাকা তুলে নিতে পারেন।

এ প্রসঙ্গে জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুহিবুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘পটপরিবর্তনের পর এই পলিসি থেকে ‘বঙ্গবন্ধু’ শব্দ বাদ দেওয়া হয়েছে। তবে পলিসিটির আওতায় গ্রাহকদের সুযোগ-সুবিধা আগের মতোই আছে।’

উল্লেখ্য, জনপ্রশাসনসচিব মো. মোখলেস উর রহমান জীবন বীমা করপোরেশনের বর্তমান চেয়ারম্যান হিসেবে আছেন। তিনি এ পদে গত ৯ অক্টোবর যোগ দেন। এর আগে চেয়ারম্যান হিসেবে ছিলেন সাবেক সচিব মো. আসাদুল ইসলাম। গত ৯ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংস্থা থেকে আসাদুলকে প্রত্যাহার করে নেয়। এদিকে করপোরেশন সূত্র বলছে, বঙ্গবন্ধুর নামে পলিসির নাম রাখা এবং বাদ দেওয়া, এ দুটি বিষয়ই বাস্তবায়ন করা হয়েছে আসাদুল ইসলামের সময়।

উল্লেখ্য, এদিকে জীবন বীমা করপোরেশনের মতো সাধারণ বীমা করপোরেশনেও ২০২০ সাল থেকে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বিমা’ নামে একটি বিমা পলিসি ছিল। এর নাম বদলে করা হচ্ছে ‘সর্বজনীন সুরক্ষা বিমা’।

করপোরেশনের এমডি মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু সুরক্ষা বিমা’ চালুর বিষয়ে করপোরেশনের প্রস্তাবে সায় দিয়েছিল আইডিআরএ।

তবে পটপরিবর্তনের পর জীবন বীমা করপোরেশনের পলিসিটি চালু থাকলেও সাধারণ বীমা করপোরেশনের পলিসিটি বন্ধ আছে।

এ প্রসঙ্গে সাধারণ বীমা করপোরেশনের এমডি হারুন–অর–রশীদ গণমাধ্যমকে বলেন, ‘নাম পরিবর্তনের অনুমোদন চেয়ে এক মাস আগে আমরা আবেদন করেছি। এখন বন্ধ থাকলেও অনুমোদন পেলে পলিসিটি চালু করা হবে।’

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল