বিমানে ইঁদুরের উপস্থিতি,তাই ফ্লাইটে বিলম্ব!
২২ এপ্রিল, ২০২২, 10:51 AM

NL24 News
২২ এপ্রিল, ২০২২, 10:51 AM

বিমানে ইঁদুরের উপস্থিতি,তাই ফ্লাইটে বিলম্ব!
অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার শ্রীনগর থেকে জম্মুগামী ফ্লাইটটি প্রায় দুই ঘণ্টা দেরিতে ছাড়ে। ইঁদুরের উৎপাতে তুলকালাম ভারতের টাটা গ্রুপ পরিচালিত এয়ার ইন্ডিয়ার বিমানে।
শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ৮২২ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় শ্রীনগর বিমানবন্দর ছাড়ার কথা ছিল।
কিন্তু উড়ার আগে রুটিন পরীক্ষার সময় বিমানে ইঁদুরের উপস্থিতি দেখা যায়। কালক্ষেপণ না করে ফ্লাইট বন্ধ রেখে শুরু হয় তল্লাশি।
ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।
ঘণ্টা দেড়েকের চেষ্টায় ধরা হয় ইঁদুরটিকে। শেষ পর্যন্ত ৪টা ১০ মিনিটে শ্রীনগর থেকে জম্মু পাড়ি দেয় বিমানটি। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ঘটনা সম্পর্কে কোনো বিবৃতি দেয়নি।