বিদ্যুৎ ও গ্যাসে এখনো ভর্তুকি দিচ্ছে সরকার
১৮ জানুয়ারি, ২০২৩, 7:12 PM

NL24 News
১৮ জানুয়ারি, ২০২৩, 7:12 PM

বিদ্যুৎ ও গ্যাসে এখনো ভর্তুকি দিচ্ছে সরকার
প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনা সংসদে বলেছেন, আর্থ-সামাজিক ক্ষেত্রে সরকার জোর দেওয়ার কারণে দক্ষিণ এশিয়ায় উন্নয়নে সবচেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ২০৪১ সালের মধ্যে দেশে বিদ্যুৎ উৎপাদন ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর পয়েন্ট অব অর্ডারে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জবাব দেন।
প্রধানমন্ত্রী বলেন, গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা ৫০ পারসেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী হয়েছি। জনগণ বিদ্যুৎ সাশ্রয়ী হলে বিদ্যুৎ বিলও কম দিতে হবে। বিদ্যুৎও বাঁচবে। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সফল হয়েছে। তবে আমরা বিদ্যুৎ ও গ্যাসে এখনো ভর্তুকি দিচ্ছি। জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।