ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের উপর হামলার নিন্দা জানিয়েছে নির্মূল কমিটি যুক্তরাজ্যের

#

০৩ নভেম্বর, ২০২২,  8:17 PM

news image

বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের উপর বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ। 

সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়- ‘আজ বিকেলে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর ঢাকায় বিএনপির সমাবেশ থেকে ন্যক্কারজনক হামলা করা হয়েছে। তিনি যখন গাড়িতে নয়া পল্টনের রাস্তা ধরে যাচ্ছিলেন, তখন বিএনপির সমাবেশ থেকে তাঁর নাম ধরে আপত্তিকর শ্লোগান দেওয়া হয় এবং তাঁর ওপর শারীরিকভাবে হামলা করা হয়। একই সঙ্গে বিএনপির সন্ত্রাসীরা তাঁর গাড়ি ভাঙচুর করে এবং গাড়ির ড্রাইভারকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে। তিনি এ বিষয়ে পল্টন থানায় মামলা করেছেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য প্রবাসী নেতৃবৃন্ধ বরেণ্য মানবাধিকার নেতা বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার তীব্র নিন্দা এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। তারা বলেন বিএনপি সমাবেশে বক্তৃতার নামে সমাজে ঘৃণা-বিদ্বেষের ভাইরাস ছড়াচ্ছে। সরকারের উচিৎ জননিরাপত্তার স্বার্থে এ ধরনের সন্ত্রাসী সমাবেশ বন্ধ করা।

স্বাক্ষরদাতা: নুর উদ্দিন আহমেদ , সৈয়দ এনামুল ইসলাম, মুনিরা পারভীন, আনসার আহমেদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ এ রউফ, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবিই, হামিদ মোহাম্মদ , নিলুফা হাসান, হরমুজ আলী, মতিয়ার চৌধুরী, সৈয়দ আনাস পাশা,  জামাল খান, হিফজুর রহমান খান, মকিস মনসুর, স্মৃতি আজাদ, মোহাম্মদ এনামুল হক, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, কাউন্সিলর পুস্পিতা গুপ্তা, আনজুমান আরা আনজু, আসম মাসুম, জুয়েল রাজ, সেলিনা আখতার জোস্না, কাউন্সিলর মইন কাদরী, সুশান্ত দাস প্রশান্ত, জোস্না পারভীন, রুমানা রাখি, নাজমা হোসাইন, কাউন্সিলর জাসমিন চৌধুরী ও গোলাম কিবরিয়া।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী