ঢাকা ০২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বাকলিয়ায় গ্রেফতার পটিয়ার ছাত্রলীগ নেতা সাজ্জাদ পটিয়ায় চুরির ঘটনায় গ্রেফতার ৩, স্বর্ণালঙ্কার-মোবাইল উদ্ধার মঙ্গলবার থেকে ঢাকা-ময়মনসিংহে সব থানায় অনলাইন জিডি শুরু আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ উত্তরা, ধানমণ্ডি, পল্টনে পরীক্ষামূলক ই-রিকশা চালু আগস্টে এনবিআর কর্মকর্তাদের শাটডাউনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ৬ দফা দাবি: বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের উপর হামলার নিন্দা জানিয়েছে নির্মূল কমিটি যুক্তরাজ্যের

#

০৩ নভেম্বর, ২০২২,  8:17 PM

news image

বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের উপর বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ। 

সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়- ‘আজ বিকেলে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর ঢাকায় বিএনপির সমাবেশ থেকে ন্যক্কারজনক হামলা করা হয়েছে। তিনি যখন গাড়িতে নয়া পল্টনের রাস্তা ধরে যাচ্ছিলেন, তখন বিএনপির সমাবেশ থেকে তাঁর নাম ধরে আপত্তিকর শ্লোগান দেওয়া হয় এবং তাঁর ওপর শারীরিকভাবে হামলা করা হয়। একই সঙ্গে বিএনপির সন্ত্রাসীরা তাঁর গাড়ি ভাঙচুর করে এবং গাড়ির ড্রাইভারকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে। তিনি এ বিষয়ে পল্টন থানায় মামলা করেছেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য প্রবাসী নেতৃবৃন্ধ বরেণ্য মানবাধিকার নেতা বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার তীব্র নিন্দা এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। তারা বলেন বিএনপি সমাবেশে বক্তৃতার নামে সমাজে ঘৃণা-বিদ্বেষের ভাইরাস ছড়াচ্ছে। সরকারের উচিৎ জননিরাপত্তার স্বার্থে এ ধরনের সন্ত্রাসী সমাবেশ বন্ধ করা।

স্বাক্ষরদাতা: নুর উদ্দিন আহমেদ , সৈয়দ এনামুল ইসলাম, মুনিরা পারভীন, আনসার আহমেদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ এ রউফ, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবিই, হামিদ মোহাম্মদ , নিলুফা হাসান, হরমুজ আলী, মতিয়ার চৌধুরী, সৈয়দ আনাস পাশা,  জামাল খান, হিফজুর রহমান খান, মকিস মনসুর, স্মৃতি আজাদ, মোহাম্মদ এনামুল হক, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, কাউন্সিলর পুস্পিতা গুপ্তা, আনজুমান আরা আনজু, আসম মাসুম, জুয়েল রাজ, সেলিনা আখতার জোস্না, কাউন্সিলর মইন কাদরী, সুশান্ত দাস প্রশান্ত, জোস্না পারভীন, রুমানা রাখি, নাজমা হোসাইন, কাউন্সিলর জাসমিন চৌধুরী ও গোলাম কিবরিয়া।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী