বিএনপিকে দাওয়াত দিলো আওয়ামী লীগ
২৩ ডিসেম্বর, ২০২২, 3:12 PM

NL24 News
২৩ ডিসেম্বর, ২০২২, 3:12 PM

বিএনপিকে দাওয়াত দিলো আওয়ামী লীগ
বিএনপিকে আনুষ্ঠানিকভাবে নিজেদের জাতীয় সম্মেলনের দাওয়াত দিলো আওয়ামী লীগ। আজ শুক্রবার দুপুরে আমন্ত্রণপত্র নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। স্থায়ী কমিটির তিন সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান ও নজরুল ইসলাম খানের নামে দাওয়াত কার্ড পৌঁছে দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান জানান, এবার দলের জাতীয় সম্মেলন সাদামাটা হচ্ছে। সম্মেলন নিয়ে ব্যস্ততা থাকায় দাওয়াত দিতে দেরি হয়েছে। এদিকে দাওয়াত কার্ডের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, দলের মহাসচিবসহ সিনিয়র নেতাদের জেলে রেখে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেবেন কিনা, সে সিদ্ধান্ত নেবেন বিএনপির সিনিয়র নেতারা।