ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

বাইডেনের মতো স্মৃতি হারাচ্ছেন মোদি, বললেন রাহুল গান্ধী

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর, ২০২৪,  5:20 PM

news image
ছবি: সংগৃহীত

প্রায়ই বিভিন্ন শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের নাম ভুলে গিয়ে খবরের শিরোনাম হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার জো বাইডেনের সঙ্গে তুলনা টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

শনিবার মহারাষ্ট্রের অমরাবতীতে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে রাহুল বলেন, “মার্কিন প্রেসিডেন্টের মতোই স্মৃতিভ্রম হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী মোদির। ”

জনসভায় কংগ্রেস নেতা বলেন, “আমার বোন আমাকে বলছিলেন যে তিনি মোদির বক্তৃতা শুনেছেন।

আমাদের ভাষণে আমরা যাই বলি না কেন, মোদি আজকাল একই কথা বলছেন। আমি জানি না কেন? হয়তো তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন। আমেরিকার প্রেসিডেন্ট প্রায়ই নেতাদের নাম ভুলে যান। তাকে পিছন থেকে নাম স্মরণ করিয়ে দিতে হয়।

একইভাবে আমাদের প্রধানমন্ত্রীও স্মৃতি হারাচ্ছেন বলে মনে হচ্ছে।”

রাহুল আরও বলেন, “লোকসভায় মোদিজিকে বলেছিলাম যে, কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লক ৫০ শতাংশ সংরক্ষণের সীমা তুলে দেবে। কিন্তু, এখন মোদিজিই বলছেন আমি সংরক্ষণের বিরোধী। ”

এরপরই মোদিকে নিশানা করে রাহুল বলেন, “আপনি আপনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন।

এদিনের সমাবেশে রাহুল গান্ধী আবারও দেশব্যাপী জনশুমারির পক্ষে কথা বলেন। মোদি সরকারকে এটি পরিচালনার আহ্বান জানান তিনি।

জনশুমারি প্রসঙ্গে রাহুল মন্তব্য করে বলেন, “আমি মোদিজিকে জনশুমারি করতে বলেছিলাম। দেশের কত দলিত, আদিবাসী এবং ওবিসি আছে তা জানা উচিত। এরপরে হয়তো মোদিজি বলবেন যে, আমি জনশুমারির বিরুদ্ধে।

এছাড়াও সংবিধানের প্রসঙ্গ তুলে রাহুল গান্ধী বলেন, “আমরা গত এক বছর ধরে বলে আসছি যে বিজেপি সংবিধানকে আক্রমণ করছে। কিন্তু, প্রধানমন্ত্রী মোদিজি বলছেন, কংগ্রেস সংবিধানকে আক্রমণ করছে। ”

অন্যদিকে, এদিন হেলিকপ্টারে করে অমরাবতীতে পৌঁছা মাত্রই রাহুল গান্ধীর ব্যাগ চেক করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে কংগ্রেস এবং অন্যান্য বিরোধীরা।

২৮৮টি আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন হবে আগামী ২০ নভেম্বর। ভোট গণনা হবে তিন দিন পর। সূত্র: হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী