ঢাকা ০২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বাকলিয়ায় গ্রেফতার পটিয়ার ছাত্রলীগ নেতা সাজ্জাদ পটিয়ায় চুরির ঘটনায় গ্রেফতার ৩, স্বর্ণালঙ্কার-মোবাইল উদ্ধার মঙ্গলবার থেকে ঢাকা-ময়মনসিংহে সব থানায় অনলাইন জিডি শুরু আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ উত্তরা, ধানমণ্ডি, পল্টনে পরীক্ষামূলক ই-রিকশা চালু আগস্টে এনবিআর কর্মকর্তাদের শাটডাউনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ৬ দফা দাবি: বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় ভারতে যাতায়াত চালু

#

০৮ এপ্রিল, ২০২২,  2:03 PM

news image
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর

অনলাইন ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ ছিল বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট ।

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাতায়াতে সম্মত হয়েছে দুই দেশ।

বাংলাদেশ-ভারত ভ্রমণ ভিসায় এখন থেকে রুট পারমিট উল্লেখ সাপেক্ষ্যে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দুই দেশের যাতায়াত করতে পারবেন।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র জানায়, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ হয়ে যায় যাত্রী পারাপার। করোনার প্রভাব কমে যাওয়ায় ফের আগের মতোই এই রুট ব্যবহার করে ভারত ভ্রমণ করতে পারবে। গত ৭ এপ্রিল বৃহস্পতিবার উভয় দেশের সংশ্লিষ্টদের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ইমিগ্রেশন) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন থেকে নতুন কোন ভিসা ইস্যু হলে এবং বাংলাবান্ধা স্থলবন্দর রুট উল্লেখ থাকলে ভিসাধারীরা এই চেকপোস্ট দিয়ে দিয়ে ভারত যাতায়াত করতে পারবেন।

পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, করোনা মহামারীর কারণে জরুরি সব রকমের ভিসায় বাংলাবান্ধা দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতের অনুমতি ছিল না। বৃহষ্পতিবার থেকে ভিসা আবেদনের প্রেক্ষিতে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে বাংলাবান্ধা চেকপোস্ট ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। এজন্য নতুন ভিসায় এই রুট উল্লেখ থাকলে যে কেউ এই চেকপোস্ট দিয়ে ভারত যাতায়াত করতে পারবেন। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী