ঢাকা ০১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বাকলিয়ায় গ্রেফতার পটিয়ার ছাত্রলীগ নেতা সাজ্জাদ পটিয়ায় চুরির ঘটনায় গ্রেফতার ৩, স্বর্ণালঙ্কার-মোবাইল উদ্ধার মঙ্গলবার থেকে ঢাকা-ময়মনসিংহে সব থানায় অনলাইন জিডি শুরু আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ উত্তরা, ধানমণ্ডি, পল্টনে পরীক্ষামূলক ই-রিকশা চালু আগস্টে এনবিআর কর্মকর্তাদের শাটডাউনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ৬ দফা দাবি: বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫

বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে ভারতের কী হবে

#

নিজস্ব সংবাদদাতা

০১ জানুয়ারি, ২০২৫,  7:06 PM

news image
ছবি: সংগৃহীত

ঢাকা ও ইসলামাবাদের ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত সম্পর্ক দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি পুনঃসংজ্ঞায়িত করছে। এ ধরনের পরিবর্তন নয়াদিল্লির কৌশলগত স্বার্থে বড় প্রভাব ফেলতে পারে।  জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক উন্নতির পথে অগ্রসর হচ্ছে। সম্প্রতি ডি-৮ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের সামুদ্রিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং সামরিক প্রশিক্ষণ বিনিময়ের সিদ্ধান্ত এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।  

ভারতীয় মিডিয়া বলছে, পাকিস্তানের সঙ্গে সামরিক ও কৌশলগত সম্পর্ক বাড়ানো ভারতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ নৌ-মহড়া এবং সামরিক প্রশিক্ষণ ভারতকে উদ্বিগ্ন করে তুলেছে। ভারতের বিশ্লেষকেরা মনে করেন, এ সম্পর্ক দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারে।  

শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দুর্বল হয়েছে। হাসিনা ভারতের সমর্থনপুষ্ট ছিলেন, কিন্তু তার অনুপস্থিতিতে নয়াদিল্লি বাংলাদেশে নতুন কৌশল নির্ধারণের দিকে মনোযোগী। ভারতীয় সীমান্তে নিরাপত্তা জোরদার করে মানবপাচার ও চোরাচালান রোধের চেষ্টা করা হচ্ছে।  

বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে। শিলিগুড়ি করিডরের মতো সংবেদনশীল এলাকার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে।  

তবে, বিশ্লেষকেরা মনে করেন, পরিস্থিতি একবার নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে শান্ত হতে পারে। ভারত-বাংলাদেশ সম্পর্ক পুনরায় স্থিতিশীল হলে উভয় দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা এবং নিরাপত্তা উদ্বেগ সমাধানের সুযোগ তৈরি হবে।  

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী