বাংলাদেশে যেকোনো মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে পারে আদানি
নিজস্ব সংবাদদাতা
০২ নভেম্বর, ২০২৪, 12:02 PM

নিজস্ব সংবাদদাতা
০২ নভেম্বর, ২০২৪, 12:02 PM

বাংলাদেশে যেকোনো মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে পারে আদানি
ভারতের আদানি গ্রুপের গড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। প্রায় ১০ হাজার ৮৬ কোটি টাকা পাওনা থাকার কারণে এই হুমকি দিয়েছে আদানি পাওয়ার লিমিটেড। বকেয়া পরিশোধ না হওয়ায় বিদ্যুৎ সরবরাহ হ্রাস করার পাশাপাশি পুরোপুরি বন্ধ করার কথাও জানিয়েছে তারা।
ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত এক হাজার ৬০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আসছে আদানি গ্রুপ। তবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনে কেন্দ্রটি থেকে গড়ে মাত্র ৫৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। যা আগের চেয়ে প্রায় অর্ধেক কম।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা যায়, শুক্রবার পর্যন্ত কেন্দ্রটি থেকে স্বাভাবিকের তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
এ বিষয়ে আদানি পাওয়ার লিমিটেডের প্রতিনিধি এম আর কৃষ্ণ রাও সম্প্রতি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিসি) চিঠি দিয়ে জানান, তাদের কাছে ৮৪৬ মিলিয়ন ডলারের বিল বকেয়া রয়েছে। বকেয়া অর্থ পরিশোধ ও এলসি প্রদান না করার কারণে বিদ্যুৎ সরবরাহ চুক্তি লঙ্ঘন হচ্ছে। যা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত করছে। এতে আদানি বিদ্যুৎকেন্দ্রটি তাদের সরবরাহ ব্যবস্থা চালু রাখতে সমস্যা সম্মুখীন হচ্ছে।
তিনি বলেন, ‘বকেয়া পরিশোধ না হলে আমরা কয়লা সরবরাহকারী এবং রক্ষণাবেক্ষণ কন্ট্রাক্টরদের কাজের জন্য মূলধন সরবরাহ করতে পারছি না। ঋণদাতারাও সহায়তা প্রত্যাহার করছে।’
চিঠিতে বিপিডিসিকে বকেয়া পরিশোধের জন্য ৩০ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু বকেয়া পরিশোধ না হওয়ায় বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ সরবরাহ হ্রাস করা হয়েছে।
বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৭ হাজার মেগাওয়াটের বেশি হলেও চাহিদা রয়েছে ১৩ থেকে ১৪ হাজার মেগাওয়াট।