ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

বাংলাদেশে এসে গাছ কাটার জন্য বিএসএফের দুঃখ প্রকাশ

#

নিজস্ব সংবাদদাতা

১৮ জানুয়ারি, ২০২৫,  8:26 PM

news image
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। সন্ধ্যার আগেই দুই দেশের নাগরিকেরাই ঘরে ফিরেছেন বলে জানা গেছে। 

চলমান উত্তেজনার মধ্যে বিকেল সাড়ে ৪টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের জানান, সীমান্তের বাংলাদেশ অংশে গাছ কাটার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। পাশাপাশি তাদের দিক থেকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আরও বলেন, ‘আমরাও ঘটনার বিচার না হওয়া পর্যন্ত সতর্ক আছি। সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে। পাশাপাশি এলাকাবাসীও বিজিবির সঙ্গে আছে।’

আজ শনিবার চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকালে ভারতের কয়েকজন নাগরিক সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ অংশে এসে গাছ কাটছিল। এ সময় বাংলাদেশিরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেয়। একপর্যায়ে শূন্যরেখায় দফায় দফায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৩ বাংলাদেশি আহত হয়।

চৌকা এলাকার বাসিন্দা আইয়ুব আলী, মারুফুল ইসলামসহ অনেকে জানান, ভারতীয় নাগরিকেরা সংঘর্ষের জন্য প্রস্তুতি নিয়ে সীমান্তে আসে। তারা সঙ্গে ককটেল ও বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে আসে। বাংলাদেশিদের লক্ষ্য করে তারা অন্তত অর্ধশত ককটেল বিস্ফোরণ করেছে। এ ছাড়া এলোপাতাড়িভাবে ছোড়া ইটপাটকেল ও পাথরে কয়েকজন আহত হয়।

এর আগে চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে গত ৫ ডিসেম্বর টানা চারদিন উত্তেজনা চলে। শেষ পর্যন্ত কাাঁটাতারের বেড়া নির্মাণ না করেই পিছু হটে বিএসএফ। দুই দেশের বাহিনীর মধে দফায় দফায় বৈঠক শেষে যখন পরিস্থতি স্বাভাবিক হওয়া শুরু করে তখনই আবার নতুন উত্তেজনা পরিস্থিতি দেখা দেয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী