বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশার
১৩ ফেব্রুয়ারি, ২০২২, 4:55 PM

NL24 News
১৩ ফেব্রুয়ারি, ২০২২, 4:55 PM

বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশার
রোববার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এসব প্রত্যাশার কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। একই সঙ্গে নির্বাচন ভয়মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন । হাইকমিশনার বলেন, বাংলাদেশের বন্ধুরা সবাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। বাংলাদেশে স্বচ্ছ গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যুক্তরাজ্য এমনটাই চায়। এমন কী নির্বাচনে যাতে ভয়মুক্ত পরিবেশে হতে পারে, এটাই প্রত্যাশা করে । ডিকসন আরও বলেন, বিনিয়োগকারীরাও এখানে স্বচ্ছ গণতন্ত্র ও নির্বাচন হোক এমনটা প্রত্যাশা করে। কেননা, এমনটা নিশ্চিত করা গেলে একটি স্থিতিশীল পরিবেশ বজায় থাকে। যুক্তরাজ্যের বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো সব সময় একটি গণতান্ত্রিক সরকার চায়। যুক্তরাজ্য-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে উপলক্ষে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব।