ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুন, ২০২৪,  9:56 AM

news image
ছবি: সংগৃহীত

ল্যাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়েছে। সেনাসদস্যরা ট্যাংক নিয়ে প্রেসিডেস্ট প্রাসাদে হামলা করেন। তবে শেষ পর্যন্ত তাদের অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে।  

আজ বৃহস্পতিবার রয়টার্স ও আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অভ্যুত্থানের চেষ্টায় জড়িত সেনাবাহিনীর জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছে।  

রাজনৈতিক অস্থিরতার সঙ্গে বলিভিয়াজুড়ে রয়েছে জ্বালানি সংকট। আর্থিক সংকটে দেশটির রিজার্ভ তলানিতে নেমেছে। এমন অস্থিরতার মধ্যেই দেশটিতে সামরিক অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা হলো। তবে সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়া জনগণকে ধন্যবাদ জানিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আরসে। 

এর আগে গতকাল বুধবার বিকেলে সেনাবাহিনীর জেনারেল কমান্ডার হুয়ান হোসে জুনিগার নেতৃত্বে সেনারা প্রেসিডেন্ট প্রাসাদে অবস্থান নেন। খবরে বলা হয়, একটি ট্যাংক প্রাসাদের দরজায় ধাক্কা দেয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেনা সদস্যদের প্রত্যাহার করতে বাধ্য হন জেনারেল। কেননা এই সামরিক অভ্যুত্থানকে অবৈধ বলে ঘোষণা দেন বিশ্বনেতারা।

সেনা প্রত্যাহারের পর একে বলিভিয়ার গণতন্ত্রের জন্য বিজয় হিসেবে ঘোষণা করেন প্রেসিডেন্ট আরসে। দেশটির নাগরিকদের উদ্দেশে ভাষণে তিনি বলেন, ‘বলিভিয়ার জনগণকে অসংখ্য ধন্যবাদ। গণতন্ত্র দীর্ঘজীবী হোক।’

বলিভিয়ার টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, গতকাল প্রাসাদের হল রুমে জুনিগা ও একদল সেনার মুখোমুখি প্রেসিডেন্ট আরসে। সেখানে জেনারেলকে আরসে বলেন, ‘আমি আপনার ক্যাপ্টেন, আমি আপনার সৈন্য প্রত্যাহারের আদেশ দিচ্ছি। আমি এই অবাধ্যতাকে মেনে নেব না।’ 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শেষ পর্যন্ত সেনাবাহিনীর জেনারেল কমান্ডার হুয়ান হোসে জুনিগাকে গ্রেপ্তার করা হয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী