বরিশালে শিক্ষার্থীদের প্রতিবাদী আলোর মিছিল
নিজস্ব সংবাদদাতা
০৩ আগস্ট, ২০২৪, 9:34 PM

নিজস্ব সংবাদদাতা
০৩ আগস্ট, ২০২৪, 9:34 PM

বরিশালে শিক্ষার্থীদের প্রতিবাদী আলোর মিছিল
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয়।
বরিশালে শিক্ষার্থীদের আয়োজনে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেন শিক্ষার্থীরা।
সেখানে মোমবাতি প্রজ্বলন করে গানে গানে প্রতিবাদ জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। সদর রোড থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা নানারকম স্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার করতে হবে।
এদিকে শিক্ষার্থীদের কর্মসূচীকে কেন্দ্র করে সদর রোড ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করতে দেখা গেছে।