NL24 News
০১ অক্টোবর, ২০২৪, 3:19 PM
বন্যার্তদের পাশে দাঁড়াতে জনাব তারেক রহমানের আহবান
বন্যায় ক্ষতিগ্রস্থ রংপুর বিভাগের ৫টি জেলা নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধায় বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪, বিকেলে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে রংপুর বিভাগীয় নেতৃবৃন্দকে নির্দেশনা দেন।
সভায় আরও অংশ নেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক ডাঃ এ,জেড,এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম।
মিটিংয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দেন- "বিএনপি'র ত্রান ও পুনর্বাসন কমিটি" গঠন করে অতি দ্রুত খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার জন্য।
রাত ৯ টায় পুনরায় বিএনপি স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক ডাঃ এ,জেড,এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম এবং উপরোক্ত ৪ টি জেলাসহ বগুড়া ও সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি/আহ্বায়ক, সাঃ সঃ/ সদস্য সচিব জুম মিটিং করেন।
আগামীকাল ১ অক্টোবর ২০২৪, থেকেই "বিএনপি ত্রান ও পুর্বাসন কমিটি"র মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য ও অন্যান্য উপহার সামগ্রী বিতরন করা হবে।